Advertisment

Viral Video: ভরা বাজারে মাইকেল জ্যাকসনকে নকল, নেচে সোশ্যাল মিডিয়া মাতালেন এই ব্যক্তি

খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১১ লাখ মানুষ। ভিডিওটি দেখার পর মানুষও বেশ ওই ব্যক্তির নাচ দারুণ ভাবে উপভোগ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, Funny Video, Viral News, Trending Video, Weird Dance Video, Uncle Dance Video, Uncle Dance, Trending News

খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১১ লাখ মানুষ। ভিডিওটি দেখার পর মানুষও বেশ ওই ব্যক্তির নাচ দারুণ ভাবে উপভোগ করেছেন।

Viral Video: আজকাল বেশিরভাগ মানুষই রিলের নেশায় বুঁদ। কিছু মানুষ কঠোর পরিশ্রম করে এবং ভাল কনটেন্টে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করেন। যা দেখার পরে লোকেরা তাদের প্রশংসাও করেন। কিন্তু অনেকেই আছেন যাদের ভিডিওতে অদ্ভুত সব কাজ করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এরকম প্রচুর ভিডিও রয়েছে। এই ধরনের অদ্ভুত ভিডিও দেখার পরে, লোকেরা তা নিয়ে মজা করার পাশাপাশি অনেক মজার কমেন্ট করেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে কিছু ভরা এক ব্যক্তিকে নাচ করতে দেখা যায়। ওই ব্যক্তিকে মাইকেল জ্যাকসনের স্টেপ নকল করার চেষ্টা করতেও দেখা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি ইন্সটাগ্রামে naughtyboii65 নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১১ লাখ মানুষ। ভিডিওটি দেখার পর মানুষও বেশ ওই ব্যক্তির নাচ দারুণ ভাবে উপভোগ করেছেন।

আরও পড়ুন : < Viral Video: প্রবল গরমে অমানুষিক পরিশ্রম, এক-একটি ইট যেন সংসারের দায়িত্বের বোঝা! >

Viral Video viral Trending News
Advertisment