Advertisment

Vande bharat express video goes viral: বন্দে ভারত এক্সপ্রেস না বনগাঁ লোকাল চেনা দায়! ভাইরাল ভিডিও দেখে দেখে ক্ষুব্ধ জনতা

এই ভিডিওটি এখন পর্যন্ত ১.৩ মিলিয়ন অর্থাৎ ১৩ লাখ বার দেখা হয়েছে, যেখানে ১৭ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন

author-image
IE Bangla Web Desk
New Update
Ticketless passenger, Ticketless Railway passenger, Vande Bharat, Vande Bharat Express, Vande Bharat Lucknow, Vande Bharat Express Lucknow, Indian railway, Train viral video, Crowd in train, Viral videos, trending videos, trending news

বন্দে ভারত এক্সপ্রেস না বনগাঁ লোকাল চেনায় দায়! ভাইরাল ভিডিও দেখে দেখে ক্ষুব্ধ জনতা।

Viral: বন্দে ভারত এক্সপ্রেস না বনগাঁ লোকাল চেনায় দায়! ভাইরাল ভিডিও দেখে দেখে ক্ষুব্ধ জনতা।

Advertisment

উত্তরপ্রদেশের লখনউতে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের প্রচুর ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এই সব যাত্রীই বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে, লোকেরা এটি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং টিকিটহীন যাত্রীদের জরিমানা আরোপের দাবিতে আওয়াজ তোলেন।

ট্রেনে টিকিটহীন যাত্রীদের কোন কমতি নেই। প্রায় প্রতিটি ট্রেনেই এমন কিছু যাত্রীকে দেখা যায় যারা বিনা টিকিট ভ্রমণ করছেন। যদিও এই ধরনের ঘটনাগুলি বেশিরভাগই লোকাল ট্রেনে দেখা যায়, কিন্তু এখন যদি বন্দে ভারত-এর মতো স্পেশ্যাল ক্যাটাগরির ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ট্রেনে বিনা টিকিটে চড়তে শুরু করেছেন যাত্রীরা? হ্যাঁ, এমনই একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে বন্দে ভারত এক্সপ্রেসে প্রচুর যাত্রীর ভিড় দেখা যায় এবং দাবি করা হচ্ছে এই ভিড় টিকিটবিহীন যাত্রীদের।

আরও পড়ুন : < Viral Video: মোদীর শপথ গ্রহণে রাষ্ট্রপতি ভবনে ওটা কী ঘুরছে? বাঘ নয়তো? তোলপাড় দেশ >

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @IndianTechGuide নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি মাত্র 5 সেকেন্ডের, তবে এটি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। এই ভিডিওটি এখন পর্যন্ত 1.3 মিলিয়ন অর্থাৎ 13 লাখ বার দেখা হয়েছে, যেখানে 17 হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন।

Viral Video Trending News
Advertisment