New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/phone-camera-feature.jpg)
দিনের সেরা ভাইরাল একটি প্রতিবেদনে
Read today’s top trending news headline in one place. Latest viral, popular news headlines briefs in Bengali:
লকডাউন শুরু হওয়ার পর থেকে সালমান খান পানভেলের ফার্মহাউসে রয়েছেন, সেখানেরই এক ঝলক তুলে ধরেছেন তিনি। সর্বশেষ পোস্টে, দাবাং অভিনেতা কৃষকদের প্রতি তাঁর শ্রদ্ধা জানিয়ছেন। সেখানে দেখা যাচ্ছে কাদা মেখে রয়েছে অভিনেতা।
নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন। খান মাঠে থাকাকালীন ছবিটি ক্যামেরাবন্দী করেন। তিনি লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান ‘জয় জওয়ান জয় কিসান’ ও আহ্বান জানিয়ে ছবিটির শিরোনাম দিয়েছ্ন, “দানে দানে পে লিখা হোতা হ্যায় খান ওলে কা নাম… জয় জাওয়ান! জয় কিসান! ” দেখুন আরও ছবি
সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে হবে। সংস্পর্শে আসা, নৈব নৈব চ! প্রিয় জনের থেকেও দূরে থাকতে হবে। করোনা কালে মানুষ একাকিত্বে ভুগছে। সেই একাকিত্ব মেটাতেই এবার নতুন দাওয়াই ইজরায়েলের নেচার এন্ড পার্ক অথরিটি-র। কী সেই দাওয়াই? ইজরায়েলের প্রকৃতি সংস্থার তরফে বলা হচ্ছে, প্রিয় জনকে জড়িয়ে থাকার কষ্ট লাঘব করার জন্য গাছকে আলিঙ্গন করুন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
মার্শাল আর্টে নানচাক কৌশল রপ্ত করতে সাধনা লাগে। ব্রুস লি প্রচন্ড স্কিলফুল ছিলেন এই কৌশলে। মার্শাল আর্টের যে বিষয় রপ্ত করতে দিনের পর দিন প্রশিক্ষণ এর প্রয়োজন, সেই কাণ্ডই এবার অবলীলায় করে দেখাচ্ছে এক ভাল্লুক। যা সোশাল মিডিয়ায় রীতিমত ট্রেন্ডিং। নেটিজেনরা ভালুকের কীর্তি দেখে মুগ্ধ। বিস্তারিত জানতে ক্লিক করুন ভিডিওতে