ভাইরাল: ভরসা মায়ের শুঁড়, নতুন গয়না সোনার মাস্ক, গর্ভবতী মহিলার পেটে দশ হাজার মৌমাছি!

এমন সময় মা শুঁড় দিয়ে পিছনে সাহায্য অবশেষে সে টপকাতে পারে উঁচু বেরিয়ার। এই ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়।

এমন সময় মা শুঁড় দিয়ে পিছনে সাহায্য অবশেষে সে টপকাতে পারে উঁচু বেরিয়ার। এই ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Read today's top trending news headline in one place. Latest viral, popular news headlines briefs in Bengali সোনার মাস্ক বানিয়েছেন পুনের এক বাসিন্দা।টেক্সসের এক অন্তঃসত্ত্বা মহিলা প্রেগন্যান্সি ফটোশ্যুট করলেন তাও আবার বেবি-বাম্পের উপর হাজারো মৌমাছি নিয়ে। এই ফটোশ্যুটই সাড়া ফেলে দিয়েছে। এমন সময় মা শুঁড় দিয়ে পিছনে সাহায্য অবশেষে সে টপকাতে পারে উঁচু বেরিয়ার। এই ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisment

কিছুতেই টপকাতে পারছে না, শেষমেষ ভরসা মায়ের শুঁড়

publive-image

বয়স কয়েক দিন। মা বাবা পরিবারের সঙ্গে টহল দিতে বেরিয়েছিল ছোট্ট হাতি। কিন্তু পথের মাঝে বাঁধা হয়ে দাঁড়ায় রাস্তার বেরিয়ার। কোনওভাবেই একা পার হতে পারে না। এদিকে মা বাবা ভাই এগিয়ে চলছে সামনের দিকে। সে পিছিয়ে পরেছে,টপকে যেতে পারছে না। চেষ্টা করেই যাচ্ছে। শেষমেষ দুঃখ করে যখন হাল ছেড়ে দেয় এগিয়ে আসে মা হাতিটি। কীভাবে পার করতে হবে দেখিয়ে দিলেও পারে না সে। কারণ বেরিয়ার উচ্চতা বেশি। এমন সময় মা শুঁড় দিয়ে পিছনে সাহায্য অবশেষে সে টপকাতে পারে উঁচু বেরিয়ার। এই ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়। বিস্তারিত জানুন ভিডিওতে

Advertisment

নতুন গয়না মাস্ক, তাই সোনা দিয়ে গড়িয়ে নিলেন ইনি

publive-image

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সোনার মাস্ক বানিয়েছেন পুনের এক বাসিন্দা। মাস্ক যখন গয়নায় পরিণত হয়েছে, তখন সোনার নয় কেন! পকেটের জোর থাকলে সেটিও যে সম্ভব হতে পারে, তা দেখালেন শঙ্কর কুরাদে। মাস্ক বানাতে তাঁর খরচ হয়েছে ৫০ গ্রাম সোনা। মন্দার বাজারে যার দাম প্রায় ৩ লাখ। এই ঘটনায় চক্ষু ছানাবড়া সোশাল জনতাদের। এমনটাও যে হতে পারে, তা ধ্যান ধারণার বহিরাগত ছিল। এক সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, “এই মাস্ক পরা নিরাপদ কিনা জানি না”।

গর্ভবতী মহিলার পেটে দশ হাজার মৌমাছি! ভয়ে, বিস্ময়ে থ সবাই

publive-image

টেক্সসের এক অন্তঃসত্ত্বা মহিলা প্রেগন্যান্সি ফটোশ্যুট করলেন তাও আবার বেবি-বাম্পের উপর হাজারো মৌমাছি নিয়ে। এই ফটোশ্যুটই সাড়া ফেলে দিয়েছে।

ফটো সিরিজে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলা স্বামীর সঙ্গে আউটডোরে পোজ দিচ্ছেন। পেশায় তিনি একজন মৌমাছি পালক। নিজেদের মৌমাছির বাগানে গিয়েই সেই মহিলা অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। অনাবৃত পেটের উপরেই মৌমাছি নিয়ে ফটোশুটিংয়ে চমকে দিয়েছেন তিনি।

সমুদ্র থেকে হাঙরকে তুলে নিল বাজপাখি, ভিডিও দেখে শিহরিত সবাই

publive-image

কোনো এক সমুদ্র তীর। সবাই স্নান করতে, জলকেলিতে বা কেউ কেউ বিশ্রামে ব্যস্ত। নির্ভেজাল ছুটির মজা সকলেই নিচ্ছেন। এমন সময়েই ক্যামেরার লেন্স ধরা পড়ল একটি ঈগলের চিত্র। সে একটি হাঙর মুখে নিয়ে উড়ে চলেছে। উড়তে উড়তে একদম আকাশের দিকশূন্যপুরে উঠে যাচ্ছে। ক্যামেরার লেন্স সেদিকেই তাক করা। সেই দৃশ্যের দিকেই সকলেই হাঁ করে তাকিয়ে। বিস্তারিত জানুন ভিডিও দেখে

হায়দরাবাদি বাদে বাকি বিরিয়ানি সব ‘পোলাও’, রেস্তোরাঁর এমন নির্দেশিকায় বিতর্ক

publive-image

সোশ্যাল মিডিয়ায় ‘এনসিয়েন্ট হায়দরাবাদ’ এর একটি চিত্র ভাইরাল হয়ে যায়। রেস্তোরাঁর প্রবেশ পথেই একটি নির্দেশিকা জারি করা রয়েছে। সেখানেই স্পষ্ট করে লেখা হয়েছে, “হায়দরাবাদি বাদে অন্য সকল বিরিয়ানিকে পোলাও নামে ডাকা হবে। বোম্বে এবং পাকিস্তানি বিরিয়ানিকে কঠোরভাবে মাটন মশালা রাইস বলা হবে। আলুর সঙ্গে কিছু চাওয়া একদমই বেআইনি। আলু-রাইসের মিক্সকে বলা হবে বাটাটা রাইস।”

viral viral news