ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচতে অভিনব ফন্দি আঁটলেন চালক, দেখুন ভিডিও

অনেকসময় গাড়ির কাগজ পত্র নিয়ে রাস্তায় বেরোতে ভুলে যান অনেকেই। তখনই ফ্যাসাদে পড়তে হয় গাড়ির চালককে।

অনেকসময় গাড়ির কাগজ পত্র নিয়ে রাস্তায় বেরোতে ভুলে যান অনেকেই। তখনই ফ্যাসাদে পড়তে হয় গাড়ির চালককে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সেপ্টেম্বর মাস থেকে গোটা ভারত জুড়ে কঠর হয়েছে ট্রাফিক আইন। সন্দেহজনক মনে হলেই রাস্তার ধারে দাঁড় করিয়ে গাড়ির কাগজ পত্র যাচাই করে দেখবে পুলিশ। কিন্তু অনেকসময় গাড়ির কাগজ পত্র নিয়ে রাস্তায় বেরোতে ভুলে যান অনেকেই। তখনই ফ্যাসাদে পড়তে হয় গাড়ির চালককে। আবার কেউ কেউ হেলমট পড়তে ও ভুলে যায়, কিন্তু গাড়ির ডিকিতে কাগজ পত্র রাখতে ভুল হয় না। এই সমস্যা থেকে বাঁচতে অভিনব পরিকল্পনা নিয়ে এল এক বাইকের চালক।

Advertisment

ইতিমধ্যে তার এই নতুন পন্থা ভাইরাল সোশাল মিডিয়ায়। কী এমন করেছেন ভদ্রলোক? দেখুন ভিডিওতে

Advertisment

আরও পড়ুন: যৌন সম্পর্কে বাধা দেওয়ায় জোড়া ছোবল গৃহবধূকে

হেলমেটের মধ্যে লাগিয়ে নিয়েছেন গাড়ির যাবতীয় কাগজপত্র, স্মার্টকার্ড বা ব্লু-বুক, লাইসেন্স, পলিউশনের কাগজ, ইন্সুরেন্সের কাগজ সহ বাদবাকি সমস্ত কাগজ ল্যমিনেশন করে লাগিয়ে নিয়েছেন হেলমেটে। উল্লেখ্য, মোটর ভেহিকেল (সংশোধনী) আইন ২০১৯ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। দেশ জুড়ে সাধারণ যে সব ট্রাফিক আইন লঙ্ঘিত হয়ে থাকে, তার উপর এবার কড়া শাসন লাগু করতে চলেছে কেন্দ্র।

viral