সংযুক্ত আরবশাহী। দেশে লিঙ্গ সাম্যের ধারণাকে উদ্দীপিত করার জন্য পুরস্কার বিতরণ করা হয় সম্প্রতি। আর এই পুরস্কার বিতরণ নজর কেড়েছে নেটিজেনদের। অবাক করা ব্যাপার হল, দেশে লিঙ্গ সমতা রক্ষা করার সব পুরস্কার জুটল পুরুষদেরই। এমনকি মঞ্চে মহিলাদের উপস্থিতিও চোখে পড়ার মতো কম।
*We are proud of the success of Emirati women. ok let's give all the awards to men* The irony is too strong here! https://t.co/xp4oomBrx7
— AB (@ahlamsaga) January 29, 2019
'লিঙ্গ সাম্য সূচক ২০১৮' - গালভরা নামের সম্মান দেওয়া হয়েছে তিনটি আলাদা বিভাগে। সেরা ব্যক্তিত্ব, সেরা যুক্তরাষ্ট্রীয় সংস্থা এবং সেরা উদ্যোগ। এবং হ্যাঁ, প্রতিটি পুরস্কারই পেয়েছেন পুরুষরা। লিঙ্গ সাম্য কেন, লিঙ্গ বৈচিত্র্যেরও ছিটেফোঁটা দেখতে না পেয়ে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
আর পড়ুন, বলে কী! হাজার দেড়েক টাকায় নারকেলের খোল ভাইরাল হল অ্যামাজনের বিজ্ঞাপন
Sometimes you just have to laugh when ppl forget to take the diversity & equity training before claiming theyve done sometiing for diversity & equity lol https://t.co/9Du5Kh4H3u
— Priya Shah (@PriyaShah16) January 29, 2019
"সংযুক্ত আরবশাহীর ভবিষ্যৎ গড়তে দেশের মহিলারা যে অগ্রণী ভূমিকা নিয়েছেন, তাতে আমি গর্বিত। আমাদের দেশে লিঙ্গ সমতাই সবচেয়ে বড় স্তম্ভ," বললেন উপ রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন রশিদ আল মাক্তুম। বলেই মঞ্চে ডেকে নেওয়া হল পুরুষদের। সমগ্র অনুষ্ঠানে একজন মাত্র মহিলার অবদানকে স্বীকৃতি দিলেন উপ রাষ্ট্রপতি। তিনি শিখা মানাল বিন্ত, দেশের উপ প্রধানমন্ত্রীর স্ত্রী।
When your idea of "gender balanced" means no other gender is included.... ???? https://t.co/7W1pe6pOcW
— DevChick (@jynclr) January 29, 2019
শেখ মাক্তুম এই পুরস্কার বিতরণ মঞ্চের ছবি নিজেই পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। তার পরেই নেট দুনিয়ায় সাড়া পড়ে যায় ওই অনুষ্ঠান নিয়ে। নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল সেই ছবি। মঞ্চে সারি সারি পুরুষ মিলে লিঙ্গ সাম্যের উদযাপন চলছে। ছবি দেখে হাসবেন না কাঁদবেন বুঝে উঠছেন না অনেকেই।
Next time try recognizing actual women, empowering, and creating, real opportunities for gender equality.
— Jennifer Larsen (@GoGoGreenMonkey) January 28, 2019
I'm surprised it wasn't white men who figured out how to so magnificently make gender into another way to congratulate themselves, but hey, we live in a globalized world, where all men are equally entitled to erase women from stories about themselves. (ht @michelefilmat11) https://t.co/UMAV4YPjLO
— Jina Moore (@itsjina) January 29, 2019
"মহিলাদের মুছে দিয়ে লিঙ্গ সাম্যের উদযাপন হয় কী করে? এটা তো মূলত ওঁদের জয় ছিল," এমনটা বলে আক্ষেপ করছেন অনেকেই।