Advertisment

ছুটে চলেছে হেলিকপ্টার গাড়ি, চমকে উঠলেন সকলে!

Trending video: রাস্তায় সস্তার গাড়ি থেকে শুরু করে কোটি টাকার যানবাহন ছুটে চলে কিন্তু কখনও কী রাস্তায় হেলিকপ্টার গাড়ি ছুটতে দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও যেখানে হেলিকপ্টার গাড়িকে রাস্তায় ছুটে যেতে দেখা যাচ্ছে।

author-image
Sayan Sarkar
আপডেট করা হয়েছে
New Update
vehicle will surprise you

Trending Video: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। নাচ গান থেকে শুরু করে এমন অনেক ভিডিও সামনে আসে যা আমাদের অবাক করে। এর বাইরে মানুষের মধ্যে থাকা সুপ্ত হাজারো প্রতিভা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওগুলো মানুষকে যেমন অবাক করে তেমনই বিনোদনও দেয়। এই মুহূর্তে এমনই একটি গাড়ির ভিডিও ভাইরাল হচ্ছে। যা দেখে তাজ্জব হবেন আপনিও। 

Advertisment

পায়ে পায়ে আনন্দ! বর্ষায় ফুটবলে মত্ত হস্তিশাবক, দেখুন Video

রাস্তায় সস্তার গাড়ি থেকে শুরু করে কোটি টাকার যানবাহন ছুটে চলে কিন্তু কখনও কী রাস্তায় হেলিকপ্টার গাড়ি ছুটতে দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও। ভাইরাল ক্লিপে, একটি গাড়িকে রাস্তায় ছুটে যেতে দেখা যায়। গাড়িটি আকারের একেবারে হেলিকপ্টারের মতো। উপরে একটি পাখাও লাগানো আছে। পুরো গাড়িতে লাইট লাগানো আছে যাতে রাতে গাড়িটি দূর থেকে দেখা যায়।

ক্লাসে সেরা, কমফোর্টেও দুর্দান্ত! জানুন দেশের সেরা CNG গাড়ি কোনটি

এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে beauty_of_patna নামে একটি অ্যাকাউন্ট থেকে। খবর লেখা পর্যন্ত ভিডিওটিতে লাইক পড়েছে ২ লাখের বেশি। অনেকেই কমেন্টে এমন অভিনব গাড়ির প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বলেছেন, হাইওয়েতে হেলিকপ্টার চলছে। 

দেখুন ভিডিও

Top viral videos viral news viral video post Viral Video Viral Image Viral Clip
Advertisment