Advertisment

পায়ে পায়ে আনন্দ! বর্ষায় ফুটবলে মত্ত হস্তিশাবক, দেখুন Video

Trending Video: আজকাল সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হাতির ফুটবল খেলার একটি খুব সুন্দর ভিডিও। ভাইরাল এই ক্লিপে দেখা যাচ্ছে একটি ছোট হাতি তার মায়ের সঙ্গে ফুটবল খেলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
elephant playning football with his mother

ভিডিও লাখো মানুষের মন জয় করেছে

Elephant Viral Video: বৃষ্টিতে মজায় ফুটবল পায়ে হাতির দুরন্ত কীর্তি! ভিডিও দেখে মন ভালো হবেই। 

ছোট্ট হাতির এই ভিডিও লাখো মানুষের মন জয় করেছে। 

Advertisment

আজকাল সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হাতির ফুটবল খেলার একটি খুব সুন্দর ভিডিও। ভাইরাল এই ক্লিপে দেখা যাচ্ছে একটি ছোট হাতি তার মায়ের সঙ্গে ফুটবল খেলছে।

ক্লাসে সেরা, কমফোর্টেও দুর্দান্ত! জানুন দেশের সেরা CNG গাড়ি কোনটি

ছোট হাতি দেখতে যেমন সুন্দর। তেমনই তাদের কৌতুকপূর্ণ কাজ তাদের আরও বেশি সুন্দর করে তোলে। সম্প্রতি, এমন একটি কিউট ছোট্ট হাতির একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে মায়ের সঙ্গে বৃষ্টিতে ফুটবল খেলতে দেখা যাচ্ছে হস্তিশাবককে। 

এই ভিডিওটি @lek_chailert নামের একটি পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওতে হাতিটিকে বৃষ্টির মধ্যে আনন্দে ফুটবল খেলতে দেখা যায়। এই সময়, ছোট্ট হাতিটি তার মায়ের কাছে ফুটবল পাস করে। এরপর মা ফুটবলে লাথি মেরে এগিয়ে যায়। তারপর ছোট্ট হাতিটি ফুটবলে লাথি মেরে একাই এগিয়ে যায়। এই ভিডিওটি মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

সবচেয়ে দামি iPhone, কী কী ফিচার্স থাকবে iPhone 16 Pro Max-এ?

মাত্র ৩৫ সেকেন্ডের এই ভিডিও এখন পর্যন্ত ১.৫ লাখ মানুষ দেখেছেন এবং ১০ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। মানুষজন ভিডিওতে সুন্দর মন্তব্যও করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন- বৃষ্টির মধ্যে এই সুন্দর হাতিটিকে খেলতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। হাতির শৈশব মানুষের মতোই। অন্য একজন লিখেছেন - ঠিক একটি শিশুর মতো।

কীভাবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন সুনিতা? জানলে চমকে যাবেন

দেখুন মজার ভিডিও 

viral Trending News
Advertisment