Advertisment

Mount Everest Viral Video: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে 'ট্রাফিক জ্যাম', এ ভিডিও কাঁপুনি ধরাবে!

মাউন্ট এভারেস্টের চূড়ায় পর্বতারোহীদের দীর্ঘ লাইন। ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া।

author-image
IE Bangla Web Desk
New Update
"Mount Everest, Mount Everest jam, Mount Everest traffic jam, Worlds Highest Mountain Peak, Worlds Highest Peak, Mount Everest viral video, Mount Everest video, shocking video, viral videos, trending videos, trending news, bizarre news, strange news, odd news, weird news,

মাউন্ট এভারেস্টের চূড়ায় পর্বতারোহীদের দীর্ঘ লাইন। ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া।

Traffic Jam On Mount Everest: মাউন্ট এভারেস্টের চূড়ায় পর্বতারোহীদের দীর্ঘ লাইন। ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে 'ট্রাফিক জ্যাম'। সাধারণত এমন দৃশ্যের সঙ্গে আমরা সাধারণ মানুষরা একটুও পরিচিত নই। যার ফলে ভিডিও দেখে অবাক সকলেই।

Advertisment

নিশ্চয়ই জানেন যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। যেখানে আরোহণ করা মানে জীবনকে বাজি রাখা। কিন্তু আপনি কি জানেন যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গেও রয়েছে 'ট্রাফিক জ্যাম'? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্টের চূড়ায় 'ট্রাফিক জ্যাম'-র বিরল দৃশ্য।

একটা সময় ছিল যখন মানুষ পাহাড়ে উঠতে গিয়ে পড়ে গেলে কী হবে তা নিয়ে দুশ্চিন্তা করত, কিন্তু এখন ধীরে ধীরে মানুষের মধ্যে এই ভয় কেটেছে। এই কারণেই সারা বিশ্বের মানুষ আর মাউন্ট এভারেস্টে আরোহণ করতে এগিয়ে এসেছেন। কয়েক বছর আগে পর্যন্ত এভারেস্টে চূড়ায় উঠে রেকর্ড গড়তেন হাতে গোণা মাত্র কয়েকজন। কিন্তু এখন এই সংখ্যা অনেক বেড়ে গেছে। এতটাই বেড়েছে যে এভারেস্টের চূড়াতেও ট্রাফিক জ্যামের দৃশ্য দেখা যাচ্ছে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে ।

আরও পড়ুন - < Trending Video: কোমায় থাকা শিশুকে সুস্থ করতে প্রাণপাত, বন্ধুদের এমন ভালবাসা চোখে জল আনবে! >

ভিডিওতে দেখা যাচ্ছে কত মানুষ একসঙ্গে এভারেস্ট জয়ে মরিয়া। তাদের লম্বা লাইন। এমন দৃশ্য সাধারণ ভাবে কেউই কখনও দেখেন নি। এই ভিডিওটি একজন পর্বতারোহী তার ক্যামেরায় রেকর্ড করেছেন, যা মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি @crazyclipsonly নামের আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

১৬ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত 7 লাখ 35 হাজারেরও বেশি বার দেখা হয়েছে, সেইসঙ্গে ভিডিওটি লাইক করেছেন হাজার হাজার মানুষ। সেই সঙ্গে ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'অবশ্যই এভারেস্ট জয় আর বড় অর্জন নয়'।

Viral Video viral Mount Everest
Advertisment