New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/viral-feature-2.jpg)
দিনের সেরা ভাইরাল একটি প্রতিবেদনে
Read today’s top trending news headline in one place. Latest viral, popular news headlines briefs in Bengali: সম্প্রতি ক্যামেরার সামনে বাবার মতোই পাইথনের কামড়ে রক্তাক্ত হল রবার্ট আরউইন।প্রকৃতির নিয়ম অনুসারে, এসময় আকাশে মেঘ দেখলে পুরুষ ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ শব্দ করে স্ত্রী ব্যাঙদেরকে আকৃষ্ট করে। প্রজনন ঘটায়।
‘দ্যা ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনকে কে না চিনত। বনে জঙ্গলে ঘুরে সাপ-কুমিরের সঙ্গে তাঁর যে সখ্যতা ছিল তা জনপ্রিয় হয়ে উঠেছিল। নব্বই দশকের প্রজন্ম ডিসকোভারি চ্যানেলে ‘দ্যা ক্রোকোডাইল হান্টারের এপিসোড মিস করত না। সেই পথে এখন তাঁর ছেলে। সম্প্রতি ক্যামেরার সামনে বাবার মতোই পাইথনের কামড়ে রক্তাক্ত হল রবার্ট আরউইন। ১৬ বছরের এই কিশোরের মধ্যে বাবার মতো সাহস দেখে অনেকেই বাহবা দিয়েছে। কিন্তু অনেকে আঁতকে উঠেছে। পাইথনের আক্রমনের ভিডিও বর্তামানে ভাইরাল নেটপাড়ায়।
বিস্তারিত জানতে দেখুন ভিডিও
বর্ষাকাল ব্যাঙের প্রজননকাল। প্রকৃতির নিয়ম অনুসারে, এসময় আকাশে মেঘ দেখলে পুরুষ ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ শব্দ করে স্ত্রী ব্যাঙদেরকে আকৃষ্ট করে। প্রজনন ঘটায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হলুদ ব্যাঙের দল এই মরসুমে খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে। কিছু ব্যাঙ যৌন সঙ্গমে লিপ্ত হয়েছে এবং কিছু ব্যাঙ স্ত্রী ব্যাঙদের আকৃষ্ট করার জন্য শব্দ করছে।
ভারতীয় বন কর্মকর্তা পারভীন কাসওয়ানের শেয়ার করা ভিডিওটি মধ্য প্রদেশের নরসিংহপুরের। এমন দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। বিস্তারিত জানতে দেখুন ভিডিও