বিয়েতে বরকে ছেড়ে কার হাত ধরলেন কনে!

ভাইরাল হওয়া এই ভিডিও ইতিমধ্যে কয়েক হাজার মানুষ দেখেছেন।

ভাইরাল হওয়া এই ভিডিও ইতিমধ্যে কয়েক হাজার মানুষ দেখেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

বিয়ের মরসুমে বিয়ে নিয়ে নানা মজাদার ভিডিও আপলোড হয় সোশ্যাল মাধ্যমে। আর সোশ্যাল মিডিয়ার সৌজন্য সেই ভিডিওগুলি আমাদের সামনে আসে। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বিয়ের সাজে খুব সুন্দর ভাবে সেজে বাবা এবং শ্বশুর দুজনের সঙ্গে স্বচ্ছন্দে নাচলেন কনে। বিয়ে মানেই উদ্দীপনা, বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে মানুষের মনে। বিয়েবাড়ি মানেই আলো ঝলমল, লোকজনের ভিড়, জিভে জল আনা হরেক মেনুর সমাহার। কিন্তু বিয়ের দিন স্পেশাল কিছু না হলে কেমন যেন বিয়েটাই অপূর্ণ থেকে যায়।

Advertisment

উইটি ওয়েডিং নামের এক সোশ্যাল প্লাটফর্ম, তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে একদিকে বাবা এবং অপরদিকে শ্বশুর মশাই, দুজনের সঙ্গেই হিন্দি গান, তেরা জ্যায়সা ইয়ার কাঁহা গানের তালে তাল মিলিয়ে সুন্দর ভাবে নাচছেন। দুইদিকে দুই বাবাও খুব সুন্দর ভাবে স্টেপ মিলিয়ে তাতে সঙ্গ দিচ্ছেন।

Advertisment

এই ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল হয়। বিয়ের দিন হবু বরের বদলে বাবা এবং শ্বশুর মশাইয়ের সঙ্গে কনের এই নাচ দেখে নেটিজেনরা একদিকে মুগ্ধ অপরদিকে আবেগতাড়িত হয়ে পরেন।

আরও পড়ুন বিয়ের পোশাকে দিব্যি পুশ আপ কনের! ভিডিও দেখে চোখ কপালে উঠবে

ভাইরাল হওয়া এই ভিডিও ইতিমধ্যে কয়েক হাজার মানুষ দেখেছেন। সকলেরই হৃদয় ছুঁয়ে গেছে এই ভিডিও। প্রচুর লাইক এবং অজস্র কমেন্টে ভরে গেছে ভিডিওটি। প্রত্যেকেই নব বিবাহিত কনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং বাবা ও শ্বশুর মশাইয়ের নাচের ভূয়সী প্রশংসা করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন