ছাই রঙের কিছু একটা গুটিয়ে বসে রয়েছে, দেখতে অনেকটা সাপের মতো! একঝলক দেখলে এটিকে সাপ বলেই মনে হবে সকলেরই। অনেকে দূর থেকে দেখলে ভাবতে পারেন হয়তো জলের পাইপ। সাপ যদি নাই হয় তাহলে কী এটি? প্রাণী-গবেষকরা জানিয়েছেন, দক্ষিণ ফ্লোরিডায় খোঁজ পাওয়া এই সাপের মতো দেখতে প্রাণীটি আসলে সাপ নয়, অন্য কিছু। যা সেসিলিয়ান (Caecilian) নামেই পরিচিত।
সম্প্রতি ফ্লোরিডায় দেখা মিলেছে এই প্রাণীর। আর তারপর থেকেই হইচই পড়ে গিয়েছে সেটিকে ঘিরে। দক্ষিণ ফ্লোরিডার একটি খালে এটি দেখতে পাওয়া গেছে। তবে ওই অঞ্চলে এর আগে কখনও সেসিলিয়ান দেখা যায়নি। সাপের মতো দেখতে হলেও এরা কিন্তু আদতে সাপ নয় ৷
দক্ষিণ এশিয়া, আফ্রিকার বেশ কিছু অঞ্চলে এদের দেখতে পাওয়া গেলেও আমেরিকায় এই প্রথম দেখা গিয়েছে সেসিলিয়ান (Caecilian) প্রজাতির এই প্রাণীর৷ এদের কোনটা মুখ এবং কোনটা লেজ, একঝলক দেখলে বোঝার উপায় নেই৷ উদ্ধার হওয়া এই প্রাণীটি আসলে কী, তা প্রথমে বুঝেই উঠত পারছিলেন না প্রাণী-বিশেষজ্ঞরা৷ শেষপর্যন্ত অনেক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা নিশ্চিত হয়েছেন, এই প্রাণীটি সেসিলিয়ান ৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন