দুটি বাঘের 'লাইভ' লড়াই নজর কেড়েছে নেটদুনিয়ার

জাতীয় পার্কে আসা এক পর্যটক তাঁর মোবাইল ফোনে ২৬ সেকেন্ডের এই ভিডিও রেকর্ড করেন।

জাতীয় পার্কে আসা এক পর্যটক তাঁর মোবাইল ফোনে ২৬ সেকেন্ডের এই ভিডিও রেকর্ড করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Forest workers injured in Gosaba tiger attack, jungle surrounded by nets

প্রতীকী ছবি

ওয়াইল্ড লাইফ ভিডিওতে বাঘের হরিণ শিকার অথবা মৃতপ্রায় হরিণকে দখল করতে ভাল্লুকের সঙ্গে বাঘের লড়াইয়ের ভিডিও এর আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখন যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি প্রায় সচরাচর দেখা যায় না বললেই চলে।  

Advertisment

দুটি পূর্ণবয়স্ক বাঘ একে অপরের সঙ্গে লড়াই করছে। কর্ণাটকের একটি জাতীয় উদ্যানে পর্যটকদের সামনেই দুটি বাঘ মারামারি করছে। আর সেই ভিডিও ভাইরাল হতেই লাইভ লড়াই উপভোগ করতে কোমর বেঁধে নেমে পড়েছে নেটদুনিয়ায়। জাতীয় পার্কে আসা এক পর্যটক তাঁর মোবাইল ফোনে ২৬ সেকেন্ডের এই ভিডিও রেকর্ড করেন। পরে তা ভাইরাল হয় নেটদুনিয়ায়।

publive-image
Advertisment

ভিডিওটি শুট করা হয়েছে কর্ণাটকের নগরহোল জাতীয় উদ্যানে। এই ভিডিও ভাইরাল হতেই অজস্র ভিউ হয়েছে ভিডিওতে।

আরও পড়ুন: পার্কে জন্তুর ভিডিও তুলতে ব্যস্ত এক ব্যক্তি, তারপর যা হল তাঁর সঙ্গে…

পশুপ্রেমী বিশেষজ্ঞরা বলেছেন যে, মূলত নিজের এলাকায় একচেটিয়া আধিপত্য বিস্তার করার জন্য অন্য বাঘের উপস্থিতি কিছুতেই মেনে নিতে না পারার জন্যই এই লড়াই। তবে এই দৃশ্য সাধারণত দেখা যায় না, সেকথাও মেনে নিয়েছেন তাঁরা। বিরল এই ভিডিও ভাইরাল হতেই তা মন কেড়েছে নেটিজেনদের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Viral Video