scorecardresearch

বড় খবর

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির! দেখে পিলে চমকে গেল বাসিন্দাদের

রাস্তায় কুমির দেখেই চোখ কপালে সকলের!

বাড়ির উঠানে কুমির দেখেই চোখ কপালে সকলের!

ভোরবেলা আপনি মর্নিং ওয়াক করতে রাস্তায় বেড়িয়েছেন। ভাবুন আপনার পাশ দিয়েই হেটে চলছে এক বিশালাকার কুমির! কী বিশ্বাস করতে পারছেন না? এমনই এক ঘটনা ঘটেছে কর্ণাটকের উত্তর কন্নড়ের কোগিলবান্না গ্রামে। সবে সকালে লোক রাস্তায় বেরোতে শুরু করেছেন। এমন সময় রাস্তায় হেঁটে চলা বিশাল কুমির দেখেই সকলের চোখ ছানাবড়া। কী করবেন কিছু বুঝে ওঠার আগেই কুমির এগিয়ে চলে এসেছে প্রায় লোকালয়ের মধ্যেই।


এরপর কোনও উপায় নেই দেখে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন। খবর পেয়েই বন বিভাগের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে। এসে তাঁরা উদ্ধার করেন কুমিরটিকে।

আরও পড়ুন কুমিরকে শিক্ষা দিতে গিয়ে এ কী কাণ্ড করল যুবক!

অনুমান করা হচ্ছে কুমিরটি ধান্দেলি শহরের পার্শবর্তী কালী নদী থেকে এই অঞ্চলে কোনওভাবে চলে আসে। এই ভিডিও ভাইরাল হতেই অসংখ্য মানুষ ভিডিওটি দেখেন। কুমিরটিকে কোনওরকম আঘাত না করার জন্য গ্রামবাসীদের ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Viral huge crocodile roams arround karanataka village