জন্মদিনে ভক্তদের সঙ্গে এ কী আচরণ করলেন কাজল! হতবাক নেটিজেনরা

এ কী আচরণ করলেন অভিনেত্রী!

এ কী আচরণ করলেন অভিনেত্রী!

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কাজল এবং অজয় দেবগণ

সেলেবদের জন্মদিন সবসময়ই স্পেশাল হয় ফ্যানদের কাছে। শাহরুখ হোক বা সলমন, অমিতাভ বচ্চন হোক বা সৌরভ গাঙ্গুলি। জন্মদিনের দিন বাড়ির সামনে ফ্যানদের আনাগোনা পরিচিত এক ছবি।

Advertisment

গত ৫ আগস্ট ছিল কাজলের জন্মদিন। সেই উপলক্ষে সকাল থেকেই কাজলের বাড়ির সামনে ভক্তদের ভিড় জমতে থাকে। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কাজলকে শুভেচ্ছা জানাতে কেক হাতে নিয়ে হাজির হন তার বাড়ির সামনে।

Advertisment

সেখানে সাদা গাউন পরে মুখে মাস্ক পরে আসেন কাজল, করোনা সময়কালে খুব স্বল্প সময়ের মধ্যেই কেক কোনওমতে কেটেই ঘরে ঢুকে যান। কাজলের এহেন আচরণে কার্যত হতভম্ভ হয়ে যান ভক্তরা।

আরও পড়ুন কো-আর্টিস্টদের সঙ্গে এ কী আচরণ করলেন সানি লিওনি!

অভিনেত্রীর সেই ভিডিয়ো পাপারাৎজির ভাইরাল ভায়ানির সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে ভাইরাল হয়েছে। কাজলকে প্রচুর মানুষ ট্রোল করেছেন সেখানে। কাজলের এহেন আচরণের নিন্দায় নেটিজেনরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kajol Viral Video