ম্যাগি(Maggi) আমাদের সকলের কাছেই একটি প্রিয় খাবার। টিফিন টাইমে নানা রকম ম্যাগি রেসিপি আমরা খেয়ে থাকি। ম্যাগি নিয়ে এর আগে সোশ্যাল মিডিয়াতেও একাধিক রেসিপি এর আগে ভাইরাল হয়েছে। এবার যে ছবি ভাইরাল হয়েছে তা হল ‘মিল্কশেক ম্যাগি’। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে দুটি কাচের গ্লাসে মিল্কশেক, তার ওপর দিয়ে দেওয়া রয়েছে ম্যাগি, সঙ্গে দেওয়া নানা রকমের সবজি।
এই অদ্ভুত রেসিপিই এবার ভাইরাল হল নেটদুনিয়ায়। ম্যাগির এই রেসিপি ভাইরাল হতেই তা নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই আবার ম্যাগির এই প্রিপারেশন নিয়ে রীতিমতো বিরক্ত। অনেকে আবার এটি দেখে নেতিবাচক মন্তব্যও করেছেন
যদিও বিচিত্র এই ম্যাগির রেসিপি্টি কে তৈরি করেছেন তা স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নেটিজেনদের নজর কেড়েছে। প্রায় ২ হাজারের বেশি লাইক পড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার বন্যা বয়ে গেছে। তবে অনেকেই ম্যাগির এই রেসিপি দেখে রীতিমতো বিরক্ত। তাঁরা তাঁদের কমেন্টে সেকথা খোলাখুলি ভাবেই বলেছেন। একজন তাঁর কমেন্টে লিখেছেন, “ম্যাগি মিল্কশেক যাঁরা এই অদ্ভূত এবং বিরক্তিকর কম্বিনেশনটি তৈরি করেছেন, তাঁদের জীবন্ত ধরে আনা উচিত”। আবার কেউ কেউ লিখেছেন, “হে ঈশ্বর ম্যাগি নিয়ে আরও কত কী আমাদের দেখার বাকি আছে কে জানে”!
আরও পড়ুন: মাথায় চুলের বদলে সোনার চেন! মেক্সিকান র্যাপারের আজব কাণ্ড ভাইরাল
মিল্কশেক এবং ম্যাগি দুটি'ই আমাদের কাছে অত্যন্ত প্রিয় খাবার। এই দুটির সংমিশ্রণে যে রেসিপি ভাইরাল হয়েছে তা সেভাবে গ্রহণ করেনি 'ফুড লাভাররা'। অদ্ভুত এই খাবারের সমন্বয় নিয়ে অনেকেই তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন। তবে কমেন্টে নিজেদের বিরক্তি প্রকাশ করলেও ম্যাগির এই 'হট রেসিপি' নিয়ে এখন সরগরম নেটদুনিয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন