জনপ্রিয় কফি চেইন স্টারবাকস-এ খেতে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। নাম শওনি। সেখানে গিয়ে তিনি দেখেন আর্থিকভাবে পিছিয়ে পড়া একজন সেখানে এসেছেন। কফি বা অন্য কোনও খাবার নয়, শুধুমাত্র জল অর্ডার করছিলেন ওই ব্যক্তি। প্রথমে বিষয়টি দেখে অবাক হয়ে যান শওনি।
এরপর আর কোনও কিছু না ভেবে সোজা এগিয়ে আসেন শওনি। তিনি ওই অসহায় ব্যক্তিকে জানান, 'আপনার যা খুশি অর্ডার করতে পারেন, বিল আমি মেটাব’। প্রথমে একটু ইতস্তত বোধ করেন ওই ব্যক্তি। শওনি আরও বলেন, ‘যে তাঁর ইচ্ছা হলে আইসড কফি অর্ডার করতে পারেন’।
কাউন্টারের যিনি অর্ডার নিচ্ছিলেন শওনি তাঁকে বলেন যে, ‘ওই ব্যক্তি যা চাইবেন যেন দেওয়া হয়, দাম উনি মিটিয়ে দেবেন’। এরপর কিছু খাওয়ার জন্য নেবেন কিনা তাও জিজ্ঞাসার করতে দেখা যায় তাঁকে।
আরো পড়ুন ‘দাদা একটু ভ্যানটা দেখুন!’ পুলিশকর্তার হাতে দাঁড়িপাল্লা ধরিয়ে খেতে গেলেন হকার, তারপর
মার্কিন যুক্তরাষ্ট্রে দিনে দিনে বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা। আর্থিক মন্দা, জিনিসের অত্যাধিক দাম, আকাশছোঁয়া বাড়ি ভাড়া ও কাজের অভাবের ফলে রাস্তায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। অনেকেই এই ভিডিও দেখে সেই সমস্যার কথা উল্লেখ করে কমেন্টও করেছেন।
এভাবে এই ব্যক্তির দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য প্রশংসাও করেছেন অনেকে। আবার অনেকে সাহায্য করার সময়ে ভিডিও রেকর্ড করা নিয়ে কটূক্তিও করতেও ছাড়েননি। এদিকে খাবার পেয়ে বেজায় খুশি হয়েছেন অসহায় ওই ব্যক্তি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন