New Update
/indian-express-bangla/media/media_files/P6ZtEJoyKBmvP8MDn4RD.jpg)
Trending Video: বিল গেটসকে চা খাইয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় 'স্টার' হয়ে উঠেছেন ডলি চাইওয়ালা। এবার ডলি চা'ওয়ালাকে টেক্কা দিতে আসরে নেমেছেন সুরাটের এক চা'ওয়ালা। তিনি চা তৈরি করছেন নাকি খেলার মাঠে ক্রিকেট খেলছেন তা বোঝা মুসকিল।
Trending Video: কখন ভাগ্য সুপ্রসন্ন হবে তা আগে থেকে কেউ'ই বলতে পারে না। বিল গেটসকে চা খাইয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় 'স্টার' হয়ে উঠেছেন ডলি চাইওয়ালা। এবার ডলি চা'ওয়ালাকে টেক্কা দিতে আসরে নেমেছেন সুরাটের এক চা'ওয়ালা। তিনি চা তৈরি করছেন নাকি খেলার মাঠে ক্রিকেট খেলছেন তা বোঝা মুসকিল। ভিডিও দেখলে অবাক হবেন।
সাত টাকায় প্রতিদিন 3GB ডেটা, কল! পুজোর দুরন্ত অফার BSNL-র
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে চা তৈরি করতে এক ব্যক্তি পিতলের পাত্র ব্যবহার করছেন। দুধের প্যাকেটটিকে তিনি শূন্যে ছুঁড়ে দেন, যেটা কোথায় গেল কেউ দেখতেই পেল না। এরপর তিনি চায়ের চামচটি শূন্যে ছুঁড়ে দেন। দুর্দান্ত ভঙ্গিতে সেটিকে ধরে নেন। পাশাপাশি দুধের প্যাকেটগুলি থেকে অদ্ভুত কায়দায় দুধ পাত্রে ঢালছেন। এরপর তিনি তাতে কিছু ভেষজ ও তুলসী পাতা যোগ করেন। তারপরে চা তৈরি করে ছেঁকে নেন। চা তৈরির এমন কায়দা থেকে তাজ্জব মানুষ।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে foodie_.life নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত 74 মিলিয়ন অর্থাৎ 7.4 কোটির বেশি মানুষ দেখেছেন। 23 লাখেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। হাজার হাজাআর মানুষ এই ভিডিওতে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন - 'বিল গেটসের থেকে তিনি ১০৮ টি মিসড কল পেয়েছেন', অপর একজন ব্যবহারকারী বলেছেন - 'তার কাছে এলন মাস্ক আসবেন'।
কোটি কোটি বছর আগে পৃথিবীর বিরলতম রহস্য সামনে এল, বিজ্ঞানীদের দাবি ঘিরে শোরগোল