পড়তে চাইছে না হিন্দি ভাষার ব্যাকরণ! ভাইরাল বিরক্ত শিশুর কাণ্ডকারখানা

ভিডিওটিতে দেখা যাচ্ছে, হিন্দি ভাষার ব্যাকরণ পড়ানো হচ্ছে শিশুটিকে। ক্রিয়ার সংজ্ঞা। যা পড়তে একটুও পছন্দ করছে না সে। এবং জোর করা হলে রেগে গিয়ে চিল চিৎকার করছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, হিন্দি ভাষার ব্যাকরণ পড়ানো হচ্ছে শিশুটিকে। ক্রিয়ার সংজ্ঞা। যা পড়তে একটুও পছন্দ করছে না সে। এবং জোর করা হলে রেগে গিয়ে চিল চিৎকার করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সম্প্রতি একটি শিশুর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হিন্দি পড়ানোর চেষ্টা চলছে শিশুটিকে। কিন্তু তার একটুও পড়তে ইচ্ছা করছে না। যার ফলে বেজায় চটেও গেছে সে। যিনি শিশুটিকে পড়ানোর চেষ্টা করছেন, তিনিই মোবাইল ফোনে ভিডিওটি রেকর্ড করেছেন।

আরও পড়ুন:পরীক্ষায় ‘প্রক্সি’! অভিনব পদ্ধতি নিলেন বাংলাদেশের সাংসদ

Advertisment

ভিডিওটিতে দেখা যাচ্ছে, হিন্দি ভাষার ব্যাকরণ পড়ানো হচ্ছে শিশুটিকে। ক্রিয়ার সংজ্ঞা। যা পড়তে একটুও পছন্দ করছে না সে। এবং জোর করা হলে রেগে গিয়ে চিল চিৎকার করছে।

আরও পড়ুন: টালা ব্রিজের হয়রানি কমাতে চালু হলো কুটিঘাট-বাগবাজার ফেরি সার্ভিস

দেখুন ভিডিও...

Advertisment

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে বটে, কিন্তু নেটিজেনদের একাংশ শিশুটির তীব্র প্রতিক্রিয়া দেখে যথেষ্ট বিচলিত। তাঁরা কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়েছেন, আরও অনেক সংবেদনশীল হতে হবে শিশুটির প্রতি। বন্ধুর মত তার সঙ্গে মিশে তাকে বোঝাতে হবে। কেউ কেউ মন্তব্য করেছেন, বাচ্চা বাড়িতে যা দেখে তাই শেখে, সুতরাং বাড়ির লোকজনকে যথাযথ আচরণ করতে হবে।

viral