New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/WhatsApp-Image-2019-11-25-at-23.59.25-1.jpeg)
কি খাচ্ছি আমরা দিনের পর দিন? কি ঢুকছে শরীরের অন্দরমহলে?
সাদা ভাতের দলা করে যেই না মুখে তুলতে যাবেন বছর পঞ্চাশের অপু ঘোষ, তখনই হাত থেকে পড়ে যায় পাতে।। তারপর যা দেখলেন তা দেখে চক্ষু চড়ক গাছ। দুপুরের খাওয়া লাটে ওঠে। ভাতের দলা পাতে পড়ার পর, তা প্লাস্টিকের বলের মত লাফাতে দেখেন অপু বাবু। কেন এমনটা হল ? ফের আবার উনি তাই চেষ্টা করেন , সেবারও তাই ঘটে। এরপর তিনি মেয়ে বউয়ের পাতের ভাত নিয়েও দলা পাকিয়ে ছুড়ে ফেলেন। মাটিতে পড়ে লাফাতে থাকে সেই ভাতের দলা। বারবার মাটিতে ফেলার পরও ভেঙে যায় না। কি দিয়ে তৈরি চাল? প্লাস্টিক? প্রশ্ন ঘনাচ্ছে নেট নাগরিকদের মনে। কি খাচ্ছি আমরা দিনের পর দিন? কি ঢুকছে শরীরের অন্দরমহলে? একাধিক প্রশ্ন সহ ভাইরাল এই ভিডিও। আপনি দেখেছেন?
আরও পড়ুন: রাস্তা থেকে রুগ্ন অসুস্থ কুকুরকে নিজের অট্টালিকায় তুললেন রতন টাটা