একঝলক দেখেই মনে হবে কোন পুকুর অথবা গ্রামবাংলার কোন জলাধার। কিন্তু বাস্তব জানলে চমকে উঠবেন আপনিও। এটা কোন পুকুর অথবা গ্রাম বাংলার কাঁচা রাস্তাও নয়। এটা জাতীয় সড়ক। হ্যাঁ ঠিকই শুনেছেন তবে এই ছবি বাংলার নয় বিহারের। ২২৭ নম্বর জাতীয় সড়কের ২০১৫ সাল থেকে এই বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই এমন জল দাঁড়িয়ে যায় দেখলে মনে হবে কোন পুকুর অথবা ডোবা।
ভাল করে দেখলে আবার আপনার মনে হতেই পারে ইংরাজির আট। জাতীয় সড়ক মেরামত করতে টেন্ডার ডাকা হয়েছে প্রতিবারই কিন্তু সেই কাজ প্রতিবার অসম্পূর্ণ থেকে গিয়েছে। যার ফল ভোগ করতে সাধারণ মানুষকে। ড্রোনের মাধ্যমে এই ছবি তুলেছেন ‘দৈনিক ভাস্করের সাংবাদিক প্রবীণ ঠাকুর। এই ছবি বিহারের মধুবনী জেলার।
আরও পড়ুন: <চমকের ছড়াছড়ি! প্রেমের টানে মেক্সিকো থেকে হাওড়া উড়ে এলেন তরুণী>
রাস্তার এই বেহাল দশা দেখে ভোটকুশলী প্রশান্ত কিশোর নীতীশ কুমারে এক টুইট বার্তায় তুলোধোনা করেছেন। তিনি বলেছেন জাতীয় সড়ক বিহারের জঙ্গলরাজের স্মৃতি উস্কে দিয়েছে। দিনকয়েক আগেই এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী দাবি করেন আগামী ২ বছরের মধ্যে বিহারের রাস্তাঘাট সারা দেশকে পথ দেখাবে। আর ঠিক তার পরই এই ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় উঠেছে সমালোচনার ঝড়।