New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Bear-vs-Wolf.jpg)
দেখুন ভিডিওতে সেই বন্য লড়াইয়ের বিরল দৃশ্য!
ভাল্লুক মৃত প্রাণী খায় না। কথায় আছে, হত্যা করে তারপর তাকে টেনে নিয়ে নিজের ডেরায় গিয়ে খায়। কিন্তু, নেকড়ে তা করে না। মৃত প্রাণী থেকেই নিজের খিদে মেটায়। সম্প্রতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শেঠ রয়্যাল ক্রফট একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে মৃতপ্রায় একটি হরিণকে আগলে রেখেছে এক ভাল্লুক। অপরদিকে, একটি নেকড়ে সেই হরিণকে দেখে লোভ সামলাতে পারছে না। এই নিয়েই তুমুল লড়াই নেকড়ে এবং ভাল্লুকের মধ্যে।
আরও পড়ুন দলবেঁধে রাস্তা পেরোচ্ছে শয়ে শয়ে কৃষ্ণসার হরিণ, ভিডিও দেখে মুগ্ধ মোদী
ওয়াইল্ড লাইফ নিয়ে মাঝে মধ্যেই নানা রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু একই শিকার নিয়ে দুই প্রাণীর মধ্যে এমন বন্য লড়াইয়ের দৃশ্য প্রায় বিরল। ভিডিওতে দেখা যাচ্ছে মৃতপ্রায় হরিণকে আগলে ধরে বসে আছে একটি ভাল্লুক। অপরপ্রান্তে দাঁড়িয়ে এক নেকড়ে। সেও হরিণকে দেখে লোভ সামলাতে পারছে না। ভিডিওতে স্পষ্ট সেও তার মধ্যাহ্ন ভোজনে চায় হরিণের মাংস। এরপরই শুরু হয় গর্জন। তারপর লড়াই। দেখুন ভিডিওতে সেই বন্য লড়াইয়ের বিরল দৃশ্য!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন