New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/cats-117.jpg)
জুতোর ফিতে নাকি কানের দুল? সংশয়ে নেটিজেনরা!
জানা গিয়েছে বিখ্যাত এক জুতো প্রস্তুতকারী সংস্থা সম্প্রতি সামনে এনেছে এই কানের দুল।
জুতোর ফিতে নাকি কানের দুল? সংশয়ে নেটিজেনরা!
একজোড়া কানের দুল! দাম শুনে ভিরমি খাচ্ছেন সকলেই। জানেন এই কানের দুলের দাম? ২০ হাজার টাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক কানের দুলের ছবি। যা দেখতে অনেকটা জুতোর ফিতের মত। আর এই দুলের দাম শুনে চমকে উঠেছেন সকলেই। জানা গিয়েছে বিখ্যাত এক জুতো প্রস্তুতকারী সংস্থা সম্প্রতি সামনে এনেছে এই কানের দুল।
যা দেখে একঝলকে জুতোর ফিতে বলেই ভুল হবে আমার-আপনার সবার। কিন্তু এটা আসলে কানের দুল। জনপ্রিয় জুতো প্রস্তুতকারী সংস্থা Balenciaga সম্প্রতি বাজারে নিয়ে এসেছে এমনই এক কানের দুল। সাদা-কালো ডোরাকাটা কানের দুল দেখতে অবিকল জুতোর ফিতের মতই। জনপ্রিয় জুতো প্রস্তুতকারী সংস্থা Balenciaga প্রিমিয়াম কোয়ালিটির জুতো তৈরির জন্য বিখ্যাত।
আরও পড়ুন: < ক্লিনিকের মধ্যেই চিকিৎসককে বেধড়ক মার, মুখ্যমন্ত্রীর মেয়ের কাণ্ডে নিন্দার ঝড় >
হাল ফ্যাশনের যুগে এমন আজব কানের দুল এনে রীতিমত আলোড়ণ ফেলেছে সংস্থা। তবে এই দুলের দাম নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। সামনেই উৎসবের মরশুম আর সেই দিক মাথায় রেখে মনে করা হচ্ছে ভারতের বাজারের কথা মাথায় রেখেই এমন দুল সামলে এনেছে সংস্থা। তবে জুতোর ফিতের ন্যায় একজোড়া কানের দুলের দাম যে ২০ হাজার টাকা। সেই নিয়েই সরগরম নেটদুনিয়া।