New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/cats-136.jpg)
রাস্তায় ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায় ওই মহিলা।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে জানা গিয়েছে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাস্তায় ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায় ওই মহিলা।
স্কুটি চেপে যাচ্ছিলেন দুজন। পিছনে বসা আরোহীর মাথায় নারকেল পড়তেই বিপত্তি। টাল সামলাতে না পেরে স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায় ওই মহিলা। জানা গিয়েছে মালয়েশিয়ার পেনাংয়ে গত বরিবার ঘটেছে এই ভয়াবহ ঘটনা। আর সেই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে স্কুটি চেপে যাওয়ার সময় হটাৎ করেই একটা বড় সাইজের নারকেল স্কুটির পিছনে বসা মহিলার মাথায় পড়তেই টাল সামলাতে না পেরে স্কুটি থেকে ছিটকে পড়েন তিনি। রাস্তায় পড়েই জ্ঞান হারান। সকলেই উদ্ধারের জন্য ছুটে আসেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে জানা গিয়েছে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি সুস্থ আছেন। মাথায় হেলমেট থাকায় বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে।
আরও পড়ুন: <মৃত ‘বাবাকে’ ফিরিয়ে বোনের বিয়েতে চমক ভাইয়ের, দেখুন ভিডিও!>
Seorang pembonceng motosikal cedera selepas buah kelapa terjatuh di atasnya ketika melalui Jalan Teluk Kumbar, Pulau Pinang. Kejadian yang menimpa individu berkenaan tular di media sosial namun, tiada kenyataan rasmi dikeluarkan setakat ini daripada pihak berkuasa serta PBT. pic.twitter.com/z4beQBpAdY
— Malaysia Gazette (@MalaysiaGazette) June 26, 2022
মহিলার মেয়ে ঘটনায় বর্ণনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করেন তারপরই সেটি ভাইরাল হয়েছে। সেই সঙ্গে ঈশ্বরকে প্রাণে বাঁচানোর জন্য ধন্যবাদও জানান। ঘটনার ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা নিজেদের একই রকম অভিজ্ঞতার কথা জানিয়ে কমেন্টও করেন।