আর মাত্র একটা দিনের অপেক্ষা। আর তারপরই খুশির দিওয়ালি। আলোর উৎসবে গা ভাসাতে তৈরি আমরা সকলেই। দিওয়ালি মানেই মজা-হুল্লোড়, খাওয়া-দাওয়া সঙ্গে অবশ্যই বাজি পোড়ানো। কিন্তু আমরা আমাদের প্রিয় চারপেয়ে দের সঙ্গে কীভাবে আলোর উৎসব সেলিব্রেশন করতে পারি তা নিয়েই একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিওয়ালি মানেই মিষ্টিমুখ। লাড্ডু থেকে শুরু করে কাজু-বরফি হাজারো মিষ্টির পসরা সাজিয়ে আমরা অথিতি অভ্যাগতদের বাড়িতে সাদরে আমন্ত্রণ জানাই। কিন্তু আমরা কী কখনও ভেবে দেখেছি আমাদের প্রিয় পোষ্যদের জন্য দিওয়ালিতে মিষ্টি না দিয়ে কীভাবে তাদেরকেও আমরা মিষ্টিমুখ করাতে পারি?
Advertisment
এক মহিলা সোশ্যাল মিডিয়ায় তার পোষা কুকুরের জন্য বিশেষ এই দিওয়ালি স্পেশ্যাল লাড্ডু তৈরি করেছেন। এই লাড্ডু সাধারণ লাড্ডু নয়, এটি কুমড়ো, মাখন নারকেল, গোলাপের পাপড়ি দিয়ে বানানো। কেবল মাত্র তিনি তার প্রিয় পোষ্যের জন্যও এই বিশেষ রেসিপি তৈরি করেছেন। আর সেই ভিডিও এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় রেসিপির এই ভিডিওটি মানুষজন বেশ পছন্দ করছেন। এই ভিডিওটি ইনস্টাগ্রামে মানুষের মন জয় করেছে।
triplesundae নামের এক ব্যবহারকারীর ইনস্টাগ্রাম পেজে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে মহিলা দেখাচ্ছেন কীভাবে লাড্ডুটি তৈরি করা যায়! রেসিপি তৈরি হওয়ার পর, তিনি তার পোষা কুকুরটিতে সেটি দিতেই আনন্দের সঙ্গে কুকুরটিকে সেটি খেতে দেখা যাচ্ছে। ভিডিওতে মহিলাকে বলতে শোনা গিয়েছে “আপনি আপনার কুকুরের জন্য এই জাতীয় খাবারের সঙ্গে কোনও ঝামেলা ছাড়াই দীপাবলি উদযাপন করতে পারেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সাত হাজারের বেশি দেখা হয়েছে এবং সংখ্যাটি ক্রমাগত বেড়েই চলেছে। ভিডিওটি ইতিমধ্যে হাজারের কাছাকাছি লাইকও পেয়েছে। ভিডিওটি দেখে মানুষ জন নানান মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন- "বাহ চমৎকার রেসিপি।" একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন - "ইয়ামি"! আরেকজন লিখেছেন - "আপনি সবচেয়ে মিষ্টি মা।"!