scorecardresearch

বড় খবর

খুচরো আনার অনুরোধ! কেকের বাক্স খুলেই তাজ্জব মহিলা

কেকের ওপরে লেখা রয়েছে “দয়া করে ৫০০ টাকা খুচরো আনবেন”।

Zomato, cake, delivery instruction, delivery executive, bakery, Bring 500, Vaishnavi Mondkar, Facebook
কেকের ওপরে লেখা রয়েছে “দয়া করে ৫০০ টাকা খুচরো আনবেন”।

আজকের চূড়ান্ত ব্যস্ততার দিনে আমরা সকলেই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার মাধ্যমে খাবার অর্ডার করে থাকি। তা সে অফিসের লাঞ্চ টাইম হোক, অথবা বাড়ির ডিনার। হোক না কন জন্মদিনের পার্টি। তবে অন লাইন ফুড ডেলিভারি সংস্থার বিরুদ্ধে অভিযোগও রয়েছে অনেক। সম্প্রতি এক মহিলা টুইটারে এমন এক ঘটনা শেয়ার করেছেন যা দেখে তাজ্জব সকলেই।

অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে একটি কেকের অর্ডার করেন মুম্বইয়ের এক মহিলা, বৈষ্ণবী মন্ডকার। কেকের ওপর কী লিখতে হবে তাও খুব স্পষ্ট ভাবেই জানিয়ে দেন। বাড়িতে ডেলিভারি পেয়ে কেকের প্যাকেট খুলতেই মহিলার চোখ কপালে। কেন? কেকের ওপরে লেখা রয়েছে “দয়া করে ৫০০ টাকা খুচরো আনবেন”।

আরও পড়ুন: [স্বপ্ন বুনতে জারি হার না মানা লড়াই, চায়ের পর নতুন ব্যবসায়ে হাবড়ার টুকটুকি!]

মহিলা সেই কেকেই ছবি টুইটারে শেয়ার করেন তারপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সকলেই কেক বিক্রেতার এমন কাণ্ডে হতবাক হয়ে গিয়েছেন। মহিলার কথায়, ‘কেকের ওপরে কী লিখেতে হবে তা জানিয়ে দেওয়ার পরও তা তো লেখা হয়নি উল্টে ৫০০ টাকার খুচরো আনার কথা লেখা রয়েছে’। যদিও অনেকেই বিষয়টিকে মজার ছলে নিয়েছেন। তবে অনেকেই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার বিরুদ্ধে এমন ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন।  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Woman orders cake with bring rs 500 change instruction heres what she actually got