New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/cats-109.jpg)
অফিস থেকে বিয়েতে এলেন মাত্র একজন, গোসা করে চাকরি ছাড়লেন তরুণী
সহকর্মীদের জন্য বিশেষ ৬টি টেবিল এবং এলাহি খাবার-দাবারের ব্যবস্থাও রাখেন তিনি।
অফিস থেকে বিয়েতে এলেন মাত্র একজন, গোসা করে চাকরি ছাড়লেন তরুণী
নিজের বিয়ে বলে কথা! প্রবল উৎসাহে অফিসের ৭০ জন সহকর্মীকে বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ করে আসেন এক তরুণী। বিয়ের দিন সন্ধ্যা থেকেই অফিসের সহকর্মীদের আসার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তিনি। সঙ্গে সহকর্মীদের জন্য বিশেষ ৬টি টেবিল এবং এলাহি খাবার-দাবারের ব্যবস্থাও রাখেন তিনি।
রাত শেষে দেখা যায় ৭০ জন নিমন্ত্রিতদের মধ্যে মাত্র ১ জন এসেছেন বিয়ের অনুষ্ঠানে। তাতেই বেজায় চটে যান ওই তরুণী। পরের দিন সাতসকালেই অফিসে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমা করী তিনি। এমনই এক ঘটনার কথা সম্প্রতি ভাইরাল হয়েছে নেটভুবনে। জানা গিয়েছে চিনের ওই তরুণী প্রথমে ভেবেছিলেন হাতে গোনা কয়েকজনকে নিমন্ত্রণ করেই দায় সারবেন। কিন্তু পরে তিনি ভাবেন হয়ত সহকর্মীরা তার বিয়ের নিমন্ত্রণ পাবেন বলে আশা করে বসে রয়েছেন।
আরও পড়ুন: < বিয়ের কার্ড নাকি ট্যাবলেটের পাতা, সংশয়ে নেটিজেনরা!>
সাতপাঁচ ভেবে গোটা অফিসকেই তিনি নিজের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। বিয়ের দিন একজন সহকর্মী আসায় তরুণী মনে মনে খুবই কষ্ট পান। কেবল খাবার নষ্টই শুধু নয়! পরিবারের সামনে তরুণীর সম্মানহানি হয় এমন অভিযোগে পরের দিনই ওই সংস্থার চাকরি ছাড়েন তিনি। তবে স্রেফ বিয়েতে না আসার জন্য চাকরি ছাড়ার ঘটনায় তাজ্জব অনেকেই।