Advertisment

১৫ হাজার ফুট উঁচু পাহাড়ের কোলে 'লেটার বক্স' আকৃতির পোস্ট অফিস! দেখুন ভিডিও

১৯৮৩ সালে প্রথম এই পোস্ট অফিস তার কাজ শুরু করে।

author-image
IE Bangla Web Desk
New Update
World’s highest post office in Himachal Pradesh gets letterboxed-shaped office

১৫ হাজার ফুট উচ্চতায় পাহাড়ের কোলে রয়েছে এই লেটার বক্স আকৃতির পোস্ট অফিস

অভিনব পোস্ট অফিস। একেবারেই লেটার বক্সের আদলে গড়ে তোলা হয়েছে এই পোস্ট অফিসটিকে। হিমাচল প্রদেশের স্পিতি জেলার হিক্কিমে বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস এখন এক নতুন চেহারা পেয়েছে। হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণের সেরা জায়গা। নতুন এই পোস্ট অফিসকে সম্পূর্ণ নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে।

Advertisment

লেটার বক্স আকৃতির এই পোস্ট অফিস এখন বিশ্ব দরবারে হিমাচল প্রদেশের মাথা উঁচু করেছে। এমনিতেই এই পোস্ট অফিস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ৫৬৭ ফুট উঁচুতে অবস্থিত। ১৯৮৩ সালে প্রথম এই পোস্ট অফিস তার কাজ শুরু করে। সেই থেকে পথ চলা শুরু। সম্প্রতি সম্পূর্ণ নতুন সাজে সেজে উঠেছে এই পোস্ট অফিস। যা অবাক করেছে সকলকেই।

আরও পড়ুন <স্ত্রী রান্না করতে করতে ক্লান্ত, ২০০ কেজির রফিক সারলেন দ্বিতীয় বিয়ে!>

এই ছবিও এখন রীতিমত ভাইরাল নেটদুনিয়ায়। লেটারবক্স-আকৃতির পোস্ট অফিসটি ভারতীয় ডাক বিভাগের হিমাচল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল বন্দিতা কাউল উদ্বোধন করেন। তিনি বলেন, “দেশের মধ্যে এটাই প্রথম লেটার বক্স আকৃতির পোস্ট অফিস। হিক্কিমি পোস্ট অফিস থেকে সারা বিশ্বের পর্যটকরা তাদের কাছের এবং প্রিয়জনকে চিঠি পাঠায়।” তিনি আরও বলেন নতুন এই পোস্ট অফিস পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করবে!

viral news letter box post office
Advertisment