Advertisment

মনের মতো বাড়ি কিনুন মাত্র ৮৭ টাকায়! এমন সেল দেখেছেন কখনও?

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, মাত্র ৮৭ টাকায় মিলছে রেডিমেড বাড়ি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মনের মতো বাড়ি কে না বানাতে চায়! শান্ত-নিরিবিলি জায়গায় প্রকৃতির কোলে বসতবাড়ি থাকলে আর কী চাই! কিন্তু অনেকেরই এই স্বপ্ন অধরাই রয়ে যায়। তবে ইতালির এক শহর আপনার স্বপ্নপূরণ করতে পারে। বিদেশ বিঁভুইয়ে বাড়ি বিক্রি চলছে। তাও আবার করোনা অতিমারীর মধ্যে। দাম শুনলে চোখ কপালে উঠবে। মাত্র ৮৭ টাকায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতীয় মুদ্রায় মাত্র ৮৭ টাকায় মিলছে রেডিমেড বাড়ি।

Advertisment

সিএনএন রিপোর্ট অনুযায়ী, ইতালির সিসিলি দ্বীপের সালেমি শহরে জলের দরে বাড়ি নিলাম হচ্ছে। বেশিরভাগই পুরনো বাড়ি। আসলে শহরের বাসিন্দারা করোনা অতিমারীর কারণে মারা গিয়েছেন। শহর প্রায় ফাঁকা বলা চলে। অধিকাংশ বাড়িই এখন পরিত্যক্ত। মালিক হয় মৃত অথবা পালিয়েছে। থাই শহরের মেয়র ডমেনিকো ভেনুত্তি চাইছেন, শহরে আবার প্রাণ ফিরুক। তাই বাড়ি এমন জলের দরে নিলাম হচ্ছে। ১৯৬৮ সালে সিসিলি বেলিস ভ্যালিতে ভয়ঙ্কর ভূমিকম্পের পর প্রায় ৪ হাজার মানুষ সালেমি শহর ছাড়েন। যাঁরা ছিলেন তাঁরাও করোনার বলি হয়েছেন অথবা পালিয়েছেন।

আরও পড়ুন বৃদ্ধের চোখের মধ্য়ে জলজ্য়ান্ত কৃমি! দেখলে শিউরে উঠবেন

বর্তমানে শহরের সব বিল্ডিংয়ের মালিক এখন খাতায় কলমে পুরসভা। তবে নিকাশী ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করে বাড়ি ঝকঝকে করে দেওয়া হচ্ছে। শহর যাতে আবার বাসযোগ্য হয় তাই এমন পরিকল্পনা। তবে এসে বাড়ি দেখার পর কেনার কথা ভাবলে এই দামে মিলবে না। আগে আগ্রহী ক্রেতাদের রিস্টাইল প্ল্যান পাঠাতে হবে। তাঁরা এই প্রকল্পে আগ্রহী সেটা জানাতে হবে। সম্পত্তির ছবি দেখতে পারবেন ক্রেতারা। পুরসভার ওয়েবসাইটেই সব তথ্য পাওয়া যাবে। তবে একজন গ্রাহক একটিই বাড়ি কিনতে পারবেন। তার আগে তাঁদের ৩০০০ ইউরো বা ২ লক্ষ ৬১ হাজার টাকা ডিপোজিট করতে হবে। তারপর তিনবছর পর বাড়ি সংস্কারের পর সেই চাকা ফেরত পাবেন। তাহলে আর দেরি কীসের? জলের দরে বাড়ি কেনার সুযোগ হাতছাড়া করবেন না।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Trending
Advertisment