Advertisment

খোলা হাতে সাপ ধরেন এই যুবক, কিং কোবরাও বশ মানে! জেনে নিন পরিচয়

এই ভিডিওটি পোস্ট করেছেন ভারতীয় বনদফতরের আধিকারিক আকাশ কুমার ভার্মা। সেই ভিডিও পোস্ট হওয়ার পরই তা নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। রীতিমত ভাইরাল এই ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভয় ডর দূরের কথা, ওসব কী তা যেন জানেই না এই ছোকরা। সাপ ধরা যেন তাঁর কাছে জলভাত। সাপকে নিমেষে বশীভূত করে রাখে যেন। এমনই এক ব্যক্তি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisment

সম্প্রতি নৈনিতালের এক বাড়ি থেকে কিং কোবরাকে উদ্ধার করে বন দফতরের উদ্ধারকারী দল। সেই দলেই কাজ করে এই ব্যক্তি। তবে দলের বাকিরা যেমন সতর্কতার সঙ্গে সাপের মোকাবিলা করে, সেখানে ইনি অনেকটাই ব্যতিক্রম।

আরও পড়ুন

১৮ ক্যারাট সোনা, ৩৬০০ হিরে! দুনিয়ার সবথেকে দামি এই মাস্কের দাম চমকে দেবে

নৈনিতালের ভিডিওতেই প্রমাণ। দলের অন্য একজন যখন স্নেক স্টিক দিয়ে সাপটিকে কাবু করার চেষ্টা চালাচ্ছে, সেখানে নিমেষে হাত দিয়েই সাপটিকে বাড়ির বাইরে বের করে আনে এই ছোকরা। স্নেক স্টিক আবদ্ধ থাকা অবস্থায় প্রথমে লেজ এবং তার পরে সরাসরি সাপের মুন্ড চেপে ধরে সে।

এই ভিডিওটি পোস্ট করেছেন ভারতীয় বনদফতরের আধিকারিক আকাশ কুমার ভার্মা। সেই ভিডিও পোস্ট হওয়ার পরই তা নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। রীতিমত ভাইরাল এই ভিডিও। সেই যুবক যেভাবে অবলীলায় সাপটিকে বশ করল, তাতে সবাই কুর্নিশ করছেন তাঁকে।

ঘটনা চক্রে তাঁর নাম প্রকাশ্যে আসেনি এখনো। তবে জানা গিয়েছে বন দফতরের রাপিড একশন টিমের সদস্য তিনি।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

wildlife
Advertisment