ভয় ডর দূরের কথা, ওসব কী তা যেন জানেই না এই ছোকরা। সাপ ধরা যেন তাঁর কাছে জলভাত। সাপকে নিমেষে বশীভূত করে রাখে যেন। এমনই এক ব্যক্তি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সম্প্রতি নৈনিতালের এক বাড়ি থেকে কিং কোবরাকে উদ্ধার করে বন দফতরের উদ্ধারকারী দল। সেই দলেই কাজ করে এই ব্যক্তি। তবে দলের বাকিরা যেমন সতর্কতার সঙ্গে সাপের মোকাবিলা করে, সেখানে ইনি অনেকটাই ব্যতিক্রম।
আরও পড়ুন
১৮ ক্যারাট সোনা, ৩৬০০ হিরে! দুনিয়ার সবথেকে দামি এই মাস্কের দাম চমকে দেবে
নৈনিতালের ভিডিওতেই প্রমাণ। দলের অন্য একজন যখন স্নেক স্টিক দিয়ে সাপটিকে কাবু করার চেষ্টা চালাচ্ছে, সেখানে নিমেষে হাত দিয়েই সাপটিকে বাড়ির বাইরে বের করে আনে এই ছোকরা। স্নেক স্টিক আবদ্ধ থাকা অবস্থায় প্রথমে লেজ এবং তার পরে সরাসরি সাপের মুন্ড চেপে ধরে সে।
A #King Cobra rescued by Forest Department's Rapid Response Team from a house at Nainital! ????DFO Nainital. @moefcc @ndtv @CentralIfs @AnimalsWorId @Uttkhand_Forest @nature @Discovery @MadrasCrocBank @REPTILESMag @mygovindia @MygovU @uttarakhandpost @ndtvindia @ZeeNews @dodo @IUCN pic.twitter.com/kXWameDNzf
— Akash Kumar Verma, IFS. (@verma_akash) August 11, 2020
I always believed that ophiophagus hannah is found in the peninsular region and the coastal eastern states. Very surprised to see it in Uttarakhand. Can it also be seen in Haryana, Punjab, Rajasthan then?
— LALIT GAUR (@lalitgaursrk21) August 11, 2020
King Cobra is found in vast scapes of Uttarakhand. In 2012, a brood of eggs was found near Nainital. The area was cordoned off & CCTV monitoring was done. Most eggs hatched after a few days, some didn't. The snakelets scattered in forest immediately. They are born #Atmnirbhar! ????
— Akash Kumar Verma, IFS. (@verma_akash) August 11, 2020
Gave me goosebumps
— islkarlekar (@islkarlekar) August 11, 2020
Personally know this guy, part of a very quick response team and his snake handling is way better. Good works. ????????????
— Mrigank Goyal (@GoyalMrigank) August 11, 2020
Shows how prepared are we for these rescues. No proper equipments. Where is the snake bag, or rope. Working with some cement bag and used jute rope...But full marks for the rescue.. amazing job by forest department ????#BadState
— Pradhumn Kumar (@rickypradhumn) August 11, 2020
এই ভিডিওটি পোস্ট করেছেন ভারতীয় বনদফতরের আধিকারিক আকাশ কুমার ভার্মা। সেই ভিডিও পোস্ট হওয়ার পরই তা নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। রীতিমত ভাইরাল এই ভিডিও। সেই যুবক যেভাবে অবলীলায় সাপটিকে বশ করল, তাতে সবাই কুর্নিশ করছেন তাঁকে।
ঘটনা চক্রে তাঁর নাম প্রকাশ্যে আসেনি এখনো। তবে জানা গিয়েছে বন দফতরের রাপিড একশন টিমের সদস্য তিনি।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন