Advertisment

অ্যাপের কেরামতিতে রোহিতকে যুবতী বানিয়ে দিলেন চাহাল!

ফেসঅ্যাপ (#FaceApp) এমন একটি ট্রেন্ড, যা ইদানীং খুব জনপ্রিয় হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মঞ্চে। এবার এই ট্রেন্ডে যোগ দিয়েছেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল

author-image
IE Bangla Web Desk
New Update
rohit sharma gender swap

করোনা মহামারীর আবহে বাড়িতে বন্দি অনেকেই অনলাইনে আরও অনেক বেশি সময় কাটাচ্ছেন, বিভিন্ন ফিলটার, চ্যালেঞ্জ, এবং ট্রেন্ড পরখ করে দেখছেন সোশ্যাল মিডিয়ায়। ফেসঅ্যাপ (#FaceApp) এমন একটি ট্রেন্ড, যা ইদানীং খুব জনপ্রিয় হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মঞ্চে। এবার এই ট্রেন্ডে যোগ দিয়েছেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল - তবে স্রেফ নিজের ছবি নিয়েই পরীক্ষানিরীক্ষা করেন নি তিনি, জড়িয়ে ফেলেছেন তাঁর সতীর্থ রোহিত শর্মাকেও।

Advertisment

লিঙ্গ পরিবর্তনকারী এই ফিলটার চাহাল ব্যবহার করেছেন রোহিতের একটি ছবিতে, এবং অনলাইনে শেয়ার করেছেন সেই ছবি। ফলাফল: লম্বা চুল, গোলাপি লিপস্টিক, এবং চোখের মেক-আপ সমেত রোহিত।

আরও পড়ুন: একে অপরকে নমস্কার দুই বিদেশি রাষ্ট্রপ্রধানের, টুইটারে আনন্দ জ্ঞাপন ভারতীয়দের

"কী কিউট লাগছে রোহিত শর্মা ভাইয়া," ছবিটি টুইটারে শেয়ার করে লিখছেন চাহাল। এই পোস্টে এখনও প্রতিক্রিয়া দেন নি রোহিত, ছবিটি অনলাইনে রোহিতের ভক্তদের মধ্যে রীতিমত সাড়া ফেলে দিয়েছে।

ছবি বদলা-বদলি করায় অশেষ আনন্দ পেয়েছেন ক্রিকেট অনুরাগীরা। খুব দ্রুত মজার মিম শেয়ার করতে শুরু করেন তাঁরা, প্রধানত রোহিতের প্রতিক্রিয়া কল্পনা করে। চাহালের ভক্তরা আবার তাঁর ছবি ব্যবহার করেই পাল্টা ছবি বানিয়ে তা শেয়ার করেন, যার ফলে হাসির হুল্লোড় পড়ে যায় টুইটারে।

কে কী বললেন দেখে নিন:

Advertisment