Nagpur Violence: নাগপুর হিংসাতেও যোগীর বুলডোজার মডেল! গুঁড়িয়ে দেওয়া হবে হিংসার 'মাস্টার মাইন্ডের' বাড়ি

Nagpur Violence: নাগপুর হিংসাতেও যোগীর বুলডোজার মডেল! গুঁড়িয়ে দেওয়া হবে হিংসার 'মাস্টার মাইন্ডের' বাড়ি হিংসার অভিযোগে অভিযুক্ত ফাহিম খানের উপর কড়া নজরদারি, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে অভিযুক্তের বাড়ি।

Nagpur Violence: নাগপুর হিংসাতেও যোগীর বুলডোজার মডেল! গুঁড়িয়ে দেওয়া হবে হিংসার 'মাস্টার মাইন্ডের' বাড়ি হিংসার অভিযোগে অভিযুক্ত ফাহিম খানের উপর কড়া নজরদারি, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে অভিযুক্তের বাড়ি।

author-image
IE Bangla Web Desk
New Update
Nagpur Violence News

নাগপুর হিংসাতেও যোগীর বুলডোজার মডেল! গুঁড়িয়ে দেওয়া হবে হিংসার 'মাস্টার মাইন্ডের' বাড়ি

Nagpur Violence: নাগপুরেও যোগীর বুলডোজার মডেল!  হিংসার অভিযোগে অভিযুক্ত ফাহিম খানের উপর কড়া নজরদারি, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে অভিযুক্তের বাড়ি।

Advertisment

মহারাষ্ট্রের নাগপুর হিংসার ঘটনায় মাস্টার মাইন্ড তথা মাইনরিটি ডেমোক্র্যাটিক পার্টির নেতা ফাহিম খানের বাড়িতে আজ (২৪ মার্চ) বুলডোজার অভিযান চালানো হবে। প্রশাসন সূত্রে খবর, ফাহিম খানের বাড়ির অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। অভিযুক্ত ফাহিম খান বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। এখন তার বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলা হবে।

নাগপুর পুর কর্পোরেশনের তরফে (এনএমসি) বাড়ির ওই অংশকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এরপরই ফাহিম খানকে ২৪ ঘন্টার মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয় পুরসভার তরফে। এখন যদি তিনি তা না করেন তবে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। এই প্রথমবারের মতো এনএমসি কোনও ধরণের হিংসার অভিযোগে অভিযুক্তের সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে চলেছে।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কী বললেন?

Advertisment

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দু'দিন আগে বলেছিলেন যে 'আইন অনুমতি দিলে, বুলডোজার চলবে।' সোমবার সকাল ১০টায় শুরু হবে ফাহিম খানের বাড়ি ভাঙার কাজ।  ২০শে মার্চ, পৌর কর্মকর্তারা বাড়িটি পরিদর্শন করেন  কর্মকর্তারা বলছেন, বাড়ির একটি নির্দিষ্ট অংশ অবৈধভাবে  নির্মাণ করা হয়। শনিবার, নাগপুর পুলিশ ফাহিম খানের মাইনরিটি ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) এর সাথে জড়িত হিংসার অভিযুক্তদের ব্যবহৃত দুটি দোকানও সিল করে দিয়েছে।

রবিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন যে নাগপুরের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত। কারফিউ তুলে নেওয়া হয়েছে। কোথাও কোনও উত্তেজনা নেই। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করছে, তাই কারফিউ তুলে নেওয়া হয়েছে।

নাগপুর হিংসার ঘটনায় এখন পর্যন্ত ১১২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। হিংসার ঘটনায় তিনজন ডেপুটি কমিশনার অফ পুলিশ অফিসার সহ ৩৩ জন পুলিশ কর্মী  আহত হয়েছেন। শনিবার হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা মোট সংখ্যা ১১২-তে দাঁড়িয়েছে। 

চিনের সঙ্গে সখ্যতা, ISI আঁতাত! ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মদত ইউনূসের?

Nagpur Violence