Meerut Murder Updates: স্বামীর দেহ টুকরো টুকরো করে ড্রামে পুরে সিল, খুনের পিছনে কালা জাদু? স্ত্রীর 'মাস্টারপ্ল্যানে' চোখ কপালে

Meerut woman and lover celebrate Holi days: স্বামীর দেহ টুকরো টুকরো করে ড্রামে পুরে সিল, প্রেমিকের সঙ্গে মুসকানের হোলি 'সেলিব্রেশনের' ভিডিও ফাঁস!

Meerut woman and lover celebrate Holi days: স্বামীর দেহ টুকরো টুকরো করে ড্রামে পুরে সিল, প্রেমিকের সঙ্গে মুসকানের হোলি 'সেলিব্রেশনের' ভিডিও ফাঁস!

author-image
IE Bangla Web Desk
New Update
 Meerut woman and lover celebrate Holi days after killing husband

স্বামীর দেহ টুকরো টুকরো করে ড্রামে পুরে সিল, প্রেমিকের সঙ্গে মুসকানের হোলি 'সেলিব্রেশনের' ভিডিও ফাঁস!

Meerut Murder: হাড় কাঁপানো খুনের নেপথ্যে কী কালা জাদু? খুনের পর সাহিল-মুসকানের ১৩ দিনের প্রতিটি গোপন রহস্য এবার ফাঁস। মিরাট পুলিশ হিমাচল প্রদেশের সেই সকল স্থানে পৌঁছেছে যেখানে মুসকান এবং সাহিল বেশ কয়েক দিন এক সঙ্গে কাটিয়েছিলেন। পুলিশ গোটা ঘটনার তদন্তে হোটেল মালিক এবং কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে বলেই সূত্রের খবর। 

Advertisment

মিরাটে স্বামীর দেহকে টুকরো টুকরো করে কেটে হিমাচলের প্রেমিক সাহিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুসকান। এবার তার প্রতিটি অপকর্ম পুলিশের হাতে। তারা দুজনে মিলে সৌরভকে যেভাবে খুন করেছে তাতে গোটা দেশ হতবাক। কেউ কীভাবে এতটা নৃশংস হতে পারে তা বিশ্বাস করা অনেকের কাছেই রীতিমত কঠিন হয়ে পড়েছে। 

২৪শে ফেব্রুয়ারি, সৌরভ তার মেয়ের জন্মদিন উদযাপনের জন্য দু বছর পর লন্ডন থেকে বাড়ি ফিরে আসেন। ৩ মার্চ, তাকে বাড়িতেই খুন করা হয়। এতটাই নৃশংস ভাবে সৌরভকে খুন করা হয় যা আপনার বুক কাঁপিয়ে দেবে। সাহিল সৌরভের মাথা এবং হাত কেটে তার বাড়িতে নিয়ে যায়। তারপর মুসকানের বাড়িতে ফিরে, সে সিমেন্ট দিয়ে একটি ড্রামে দেহটি সিল করে দেয়। এর পর, পরের দিনই তারা দুজনেই ১৩ দিনের হিমাচল সফরে রওনা হন। মিরাট পুলিশের তদন্তকারী দলের অফিসাররা এখন এখন হিমাচলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। খুনের পিছনে কী রয়েছে কোন তন্ত্র যোগ সব দিকই খতিয়ে দেখেছে পুলিশ। 

মিরাটে স্বামীর মৃতদেহ সিমেন্ট দিয়ে ড্রামে সিল করার পর, মুসকান ৪ মার্চ সাহিলের সাথে হিমাচলের উদ্দেশ্যে রওনা হন।  সাহিলের জন্য নতুন পোশাক কেনা থেকে শুরু করে ভাড়ার টাকা ইত্যাদি সমস্ত খরচ মুসকান নিজেই দিয়েছিলেন বলেই পুলিশ সূত্রে খবর। তারা দুজনেই মীরাট থেকে মানালি এবং কাসোলে পৌঁছায় । ১৩ দিনের পাঁচটি ভিডিও প্রমাণ করে যে সৌরভকে দুজনের জীবনের মাঝখান থেকে সরিয়ে দিয়ে কতটা আনন্দে মেতে উঠেছিলেন তারা। ভিডিওতে একে অপরকে জন্মদিনের কেক খাওয়াতে দেখা গিয়েছে। হোলির আনন্দ উপভোগ করতেও দেখা গিয়েছে তাদের। দুজনের মোবাইলই পুলিশ বাজেয়াপ্ত করেছে। 

Advertisment

মোমো তৈরির কারখানার মিলল মরা কুকুরের টাটকা কাটা মাথা! তল্লাশি চালাতেই চোখ কপালে আধিকারিকদের

পুলিশ এই হত্যাকাণ্ডের সবচেয়ে মর্মান্তিক দিকটিও তদন্ত করছে। সর্বোপরি, সাহিল কেন সৌরভের মাথা এবং হাত কেটে তার বাড়িতে নিয়ে গেল? এর পিছনে কী রয়েছে কোন তন্ত্র যোগ? তাও খতিয়ে দেখেছে পুলিশ। পুলিশের ধারণা, অনেক পরিকল্পনা করেই এই ধরণের হত্যাকান্ড ঘটিয়েছে সাহিল। 

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ জিজ্ঞাসাবাদে উভয় অভিযুক্তই স্বীকার করেছে যে সৌরভকে হত্যা করার পর তারা প্রথমে তার দেহ বিভিন্ন অংশে কেটে ফেলে দেওয়ার কথা ছিল। সাহিল সৌরভের মাথা এবং শরীরের অন্যান্য অংশ কেটে তার সাথে নিয়ে গিয়েছিল কিন্তু সেগুলিকে বাইরে কোথায় সে ফেলে দিতে পারেনি। এরপর, সৌরভের শরীরের কাটা অংশগুলো নিয়ে মুসকানের কাছে আসে এবং তারপর দুজনেই মিলে সিদ্ধান্ত নেয় যে শরীরের কাটা অংশগুলি ড্রামে পুরে তা সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়। 

Murder