CMF Phone 2 Pro Flipkart: তিনটি ওয়্যারলেস ইয়ারফোন সহ বাজারে আসছে CMF Phone 2, কবে থেকে পাওয়া যাবে ফ্লিপকার্টে?

CMF Phone 2 Pro Update: বাজারে আসছে CMF Phone 2 Pro। এই ফোনের বিশেষত্ব কী? কবে থেকে অনলাইন শপিং সাইটে পাওয়া যাবে? জেনে নিন বিস্তারিত।

CMF Phone 2 Pro Update: বাজারে আসছে CMF Phone 2 Pro। এই ফোনের বিশেষত্ব কী? কবে থেকে অনলাইন শপিং সাইটে পাওয়া যাবে? জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Tech Desk
New Update
তিনটি ওয়্যারলেস ইয়ারফোন সহ বাজারে আসছে CMF Phone 2

তিনটি ওয়্যারলেস ইয়ারফোন সহ বাজারে আসছে CMF Phone 2

CMF Phone 2 Pro along with 3 pairs of wireless earphones: Nothing India -এর তরফে সপ্তাহের শুরুতেই হয়ে গেল বিরাট ঘোষণা। সোমবার  CMF লাইনআপের অধীনে চারটি নতুন পণ্য লঞ্চ হতে চলেছে। যার মধ্যে রয়েছে Phone 2 Pro। ২৮ এপ্রিল থেকে চারটি পণ্যই অনলাইন শপিং সাইট Flipkart-এ পাওয়া যাবে। গ্রাহকরা এখন এই আসন্ন ডিভাইসগুলির লেটেস্ট আপডেটের জন্য Flipkart-এ সাইন আপ করতে পারেন। পোকেমনের চরিত্রগুলো ব্যবহার করার কয়েকদিন আগেই এই নতুন আপডেটের বিষয় তথ্য দিল Nothing India। সংস্থাটি আসন্ন CMF ফোন 2 প্রো-এর ডিজাইনও প্রকাশ করেছে। 

Advertisment

আরও পড়ুন: এ যাবৎকালের সবচেয়ে বড় অফার, নববর্ষে OnePlus প্রিমিয়াম স্মার্টফোনে দেদার ছাড়

CMF Phone 2 Pro-এর অফিসিয়াল রেন্ডার অনুযায়ী, স্মার্টফোনটিতে CMF Phone 1- এর মতোই একটি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে। তবে, লুক এবং ফিলের দিক থেকে CMF Phone 2 Pro আরও আকর্ষণীয় ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। যার ব্যাক প্যানেল এবং দৃশ্যমান ফিজিক্যাল স্ক্রু-এর মতো বৈশিষ্ট্যগুলি সহজেই প্রতিস্থাপন করা যাবে।

আরও পড়ুন নেই লাইসেন্স, RTO-র ঝামেলা, ৬০ হাজারের কমে কমপ্যাক্ট এই স্কুটারে পান লাখ টাকার ফিচার্স

Advertisment

আরেকটি রেন্ডার থেকে জানা যায় যে CMF Phone 2 Pro একাধিক রঙের বিকল্পে আসতে পারে। যার মধ্যে আইকনিক কমলা রঙও রয়েছে এবং ডিভাইসটিতে ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। CMF Phone 2 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে, "Pro" মানেই তো ডিভাইসটি সম্ভাব্য সকল দিক থেকে তার আগের মডেলগুলোর থেকে আরও বেশি চিত্তাকর্ষক ও উন্নত হবে। এর দামও কিছুটা বেশি হতে পারে, যা ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ছিল। CMF Phone 2 Pro ছাড়াও তিনটি নতুন জোড়া ইয়ারবাড লঞ্চ করবে। সেগুলি হল  সিএমএফ বাডস ২, বাডস ২এ, এবং বাডস ২ প্লাস।

আরও পড়ুন চিন-পাকিস্তানের ঘুম উড়ল! অত্যাধুনিক লেজার ওয়েপনে শক্তি প্রদর্শন ভারতের

mobile