নদীর জলে ভেসে গেল অর্ধেক জাতীয় সড়ক

ডায়মন্ড হারবারে ১১৭নং জাতীয় সড়কে বড়সড় ধস দেখা গেল। ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে হুগলি নদীর পাড়ে ভাঙনের জেরে জাতীয় সড়কে ধস নেমেছে। যার জেরে থমকে গিয়েছে যান চলাচল।

ডায়মন্ড হারবারে ১১৭নং জাতীয় সড়কে বড়সড় ধস দেখা গেল। ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে হুগলি নদীর পাড়ে ভাঙনের জেরে জাতীয় সড়কে ধস নেমেছে। যার জেরে থমকে গিয়েছে যান চলাচল।

author-image
IE Bangla Web Desk
New Update
117 national highway, ১১৭নং জাতীয় সড়ক

১১৭নং জাতীয় সড়কে ধস। ছবি: শুভব্রত দাস।

জোয়ারের জলে ভেসে গেল রাস্তা। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারে ১১৭নং জাতীয় সড়কে বড়সড় ধস দেখা গেল। ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে হুগলি নদীর পাড়ে ভাঙনের জেরে জাতীয় সড়কে ধস নেমেছে। যার জেরে থমকে গিয়েছে যান চলাচল। জাতীয় সড়কে ধসের জেরে ঘুরপথে চালানো হচ্ছে গাড়ি। উল্লেখ্য, ওই এলাকায় সৌন্দর্যায়নের কাজ চলছিল।

আরও পড়ুন: ছন্দে ফিরছে বর্ষা, রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

Advertisment

জাতীয় সড়কে ধসের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান পূর্ত দফতরের আধিকারিকরা। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। জোরকদমে মেরামতির কাজ চলছে। এ ঘটনা প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলর রাজর্ষি দাস বলেন, ‘‘সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সৌন্দর্যায়নের কাজ চলছে। সকালে জোয়ার আসে। ৬টার সময় ধস নামে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে’’।

Advertisment

আরও পড়ুন: ‘টাকা ফেরত দাও’, কাঁচরাপাড়ায় মুকুল-শুভ্রাংশুর নামে পোস্টার

অন্যদিকে, রাস্তায় ধসের জন্য সৌন্দর্যায়নের কাজকেই দায়ী করেছেন স্থানীয় এক বাসিন্দা। তিনি বলেন, ‘‘এক-দেড় বছর ধরে সৌন্দর্যায়নের কাজ চলছে। এমন বুলডোজার চালাচ্ছে যে কম্পনে ধস নেমে যাচ্ছে। যান চলাচল বন্ধ রয়েছে। এখন আর কী, সকলকে হেঁটে যেতে হবে’’। ধসের জেরে সমস্যায় পড়েছেন গাড়ি চালকরা। অন্যপথে ঘোরানো হচ্ছে গাড়ি।

West Bengal