Kolkata Fire: কলকাতার বড়বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, গ্যাস-চেম্বার হোটেল, মৃত্যু ১৪ জনের

Kolkata Fire: গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ বড়বাজারের ওই হোটেলে আগুন লেগে গিয়েছিল। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণহানি এড়ানো যায়নি।

Kolkata Fire: গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ বড়বাজারের ওই হোটেলে আগুন লেগে গিয়েছিল। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণহানি এড়ানো যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Fire

প্রতীকী ছবি।

14 killed as fire breaks out at Kolkata hotel: বড় বাজারের মেছুয়া ফলপট্টিতে হোটেলে আগুন লেগে মৃত্যু ১৪ জনের। গতকাল সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ হোটেল ঋতুরাজে আগুন লেগে গিয়েছিল। প্রচন্ড ধোঁয়ায় কার্যত গ্যাস চেম্বারের চেহারা নেয় গোটা হোটেল। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। প্রাণভয়ে হোটেলের কার্নিশ থেকে নিচে ঝাঁপ দিয়ে মৃত্যু একজনের।

Advertisment

গতকাল সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ বড়বাজারের ঋতুরাজ হোটেলে হঠাৎই আগুন লেগে যায়। তখন হোটেলের বিভিন্ন ফ্লোরে ছিলেন এরাজ্য ও ভিনরাজ্যের আবাসিকরা। অগ্নিকাণ্ডের পরেই ব্যাপক আতঙ্ক  ছড়িয়ে পড়ে হোটেলে। এই হোটেলে ঢোকা ও বেরনোর একটাই পথ রয়েছে। সম্ভবত সেই কারণেই আগুন লাগার পরেও হোটেল থেকে পালাতে পারেননি অনেকেই। হোটেলের ভেতরেই আটকে পড়েন বহু মানুষ। অগ্নিকাণ্ডের পরপরই অনেকে হোটেলের ছাদে উঠে আশ্রয় নেন। কেউ কেউ হোটেলের কার্নিশে গিয়ে নিচে নামার চেষ্টা করেন। সেই কার্নিশ থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

হোটেলের বিভিন্ন ঘরে আটকে পড়েন আবাসিকরা। অনেকে ভয়ে ছাদে উঠে যান। সেখান থেকে বিপদগ্রস্তরা মোবাইলের ফ্লাশ লাইট দেখাতে থাকেন বাইরের লোকজনদের। ওই লাইট দেখে দমকল কর্মীরা ল্যাডার দিয়ে একে একে নামিয়ে এনেছেন অনেককে। হোটেলের জানলার গ্রিল কেটে আবাসিকদের উদ্ধার করার চেষ্টা করেন। সাড়ে ১২ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তখন থেকেই ভোর সাড়ে ৩টে পর্যন্ত একে একে হোটেলের ভিতর থেকে উদ্ধার হয় আবাসিকদের নিথর দেহ। 

আরও পড়ুন- Kolkata News Highlights: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিস্ফোরণ, গুরুতর জখম ২

Advertisment

এছাড়াও ওই হোটেল থেকে আরও অনেককে উদ্ধার করে NRS,কলকাতা মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকের অবস্থাই বেশ গুরুতর বলে জানা গিয়েছে। এদিকে বড়বাজারের এই অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার। আজই ঘটনাস্থলে যাবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ওই হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হবে।

fire kolkata