Kolkata News Highlights: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিস্ফোরণ, গুরুতর জখম ২

West Bengal News Highlights 29 April 2025: রাজনীতি থেকে শুরু করে শিক্ষা ও সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ খবরের একেবারে টাটকা আপডেট জানুন। এক ক্লিকেই জেনে যান সব আপডেট।

West Bengal News Highlights 29 April 2025: রাজনীতি থেকে শুরু করে শিক্ষা ও সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ খবরের একেবারে টাটকা আপডেট জানুন। এক ক্লিকেই জেনে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest Kolkata News Highlights:মঙ্গলবার বিকেলে সামসেরগঞ্জ থানার চকসাপুরে বোমা ফেটে জখম দুই বালক। জখম দু'জনের নাম রবিজুল শেখ (১১) এবং রাকিব শেখ(১১)। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের অন্যান্য ছেলেদের সঙ্গে ওই দুইজন চকসাপুরের মাঠে খেলছিল। খেলার সময় বল মাঠের পাশে ঝোপে ঢুকে যায়। ওই দু'জন বল আনতে গেলে ঝোপের মধ্যে রাখা বোমা ফেটে যায়। বোমা ফাটার শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন এবং দেখেন দু'জন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তড়িঘড়ি দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামসেরগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisment

বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। সোমবারই দিঘা পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবনির্মিত প্রভু জগন্নাথের মন্দিরে মঙ্গল পুজোয় যোগ দিলেন মুখ্যমন্ত্রী। মন্দিরের দ্বারোদঘাটনের ঠিক আগের দিন বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল। মন্দির প্রাঙ্গণে সেই মহাযজ্ঞে মঙ্গলবার পুণ্যাহুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরীর মন্দিরের মতোই দিঘার জগন্নাথ দেবের মন্দিরেও উড়েছে ধ্বজা। আগামিকাল মন্দিরের শুভ উদ্বোধন। তারপর থেকে পুরীর মতোই প্রতিদিন এই মন্দিরে ধ্বজা উঠবে বলে জানা গিয়েছে।

  • Apr 29, 2025 21:06 IST

    Kolkata News Live Update:জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বিরোধী দলের কোন কোন নেতাকে আমন্ত্রণ?

    আগামিকাল পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হতে চলেছে। তার আগে সৌজন্যের পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন উপলক্ষে বিরোধী দলের একাধিক নেতা-নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রিতদের তালিকায় কারা কারা আছেন জানেন? 

    বিস্তারিত পড়ুন- Jagannath Temple: বুধে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, বিরোধী দলের কোন কোন নেতা আমন্ত্রিতের তালিকায়?



  • Apr 29, 2025 21:03 IST

    Kolkata News Live Update:ওঝার সাজা

    ঝাড়ফুঁকের নাম করে জনজাতি পরিবারের  নাবালিকাকে ধর্ষণ। সেই অপরাধে ওঝাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমানের পকসো আদালত। সাজাপ্রাপ্তের নাম সুদেব মালিক। পূর্ব বর্ধমানের মেমারি থানার উলাড়া গ্রামে তার বাড়ি। মঙ্গলবার বর্ধমানের পকসো আদালতের বিচারক বর্ষা বনশল আগরওয়াল এই সাজা ঘোষণা করেছেন।সাজাপ্রাপ্তকে ১ লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাবাস করতে হবে। জরিমানার টাকা জমা পড়লে তার ৯০ শতাংশ নির্যাতিতা নাবালিকাকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও ক্ষতিপূরণ বাবদ নির্যাতিতাকে সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন বিচারক। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: ঝাড়ফুঁকের নামে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত 'ওঝা'র দৃষ্টান্তমূলক সাজা



  • Advertisment
  • Apr 29, 2025 20:21 IST

    Kolkata News Live Update:রাতভর অবস্থান

    সরকারি পাট্টা বিলিতে অনিয়মের অভিযোগ তুলে রাতভর ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলেন তৃণমূল দলের পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা। সোমবার মধ্যরাতে এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকে। গতরাতেই ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট ব্লকের বিডিও এবং হরিশ্চন্দ্রপুর থানার পদস্থ কর্তারা ঘটনাস্থলে যান। দীর্ঘক্ষণ আলোচনার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবিলম্বে প্রকৃত উপভোক্তাদের সরকারি পাট্টা পাইয়ে দেওয়ার দাবি করেছেন বিক্ষোভকারী তৃণমূলের সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যরা। 



  • Apr 29, 2025 18:18 IST

    Kolkata News Live Update: ডাম্পার-অটো মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত ৫

    অটোর সঙ্গে সিমেন্ট ভর্তি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১০ বছরের এক শিশুকন্যার। মৃতের নাম অন্বেষা মন্ডল (১০)। আহত হয়েছে চারজন। ঘটনাটি ঘটেছে  বারইপুর থানার অর্জুনতলায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। গুরুতর জখম অবস্থায় চারজনকে বারইপুর থেকে কলকাতার সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে।



  • Apr 29, 2025 16:00 IST

    Kolkata News Live Update: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় CBI

    নিয়োগ দুর্নীতি মামলায়  জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হলো বিভাস অধিকারীকে।  নিউটাউনের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ বিভাস অধিকারীকে। নিয়োগ দুর্নীতি মামলা ধৃত কুন্তল ঘোষর মুখে শোনা গিয়েছিল বিভাস অধিকারীর নাম। আজ ফের তাকে তলব করে CBI ৎ। বিভাস অধিকারী সম্পত্তির উৎস কি? নিয়োগ দুর্নীতিতে তার মাধ্যমে কতজনের চাকরি হয়েছে?মূলত এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে বলেই জানা যাচ্ছে। 



  • Apr 29, 2025 16:00 IST

    Kolkata News Live Update: অবৈধ বাংলাদেশি ডেরায় চলল বুলডোজার

    অবৈধ বাংলাদেশি ডেরায় চলল বুলডোজার। আজ ভোরে শুরু হওয়া অভিযানে শহরের চান্দোলা লেক এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ করা হয়েছে। এই অভিযানের জন্য আহমেদাবাদ পুর কর্পোরেশন প্রশাসনের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ কর্মীও মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, শ'য়ে শ"য়ে  অবৈধ বাংলাদেশি গ্রেপ্তারের পরই অপারেশন ক্লিন চান্দোলা শুরু করা হয়। আজকের এই অভিযানে কর্তৃপক্ষ ৭৪টি জেসিবি মেশিন, ২০০টি ট্রাক, ৩০০০ পুলিশ কর্মী এবং প্রায় ১৮০০ আহমেদাবাদ পুর কর্পোরেশন কর্মী যুক্ত ছিলেন। আজকের এই উচ্ছেদ অভিযান আহমেদাবাদের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান বলে জানা গিয়েছে। আহমেদাবাদের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) শরদ সিংহলের মতে, বেশিরভাগ বাংলাদেশি চান্দোলা লেকের আশেপাশে বাস করতেন। এদিকে, চান্দোলা লেকের চারপাশে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান বন্ধ করতে অস্বীকার করেছে গুজরাট হাইকোর্ট। হাইকোর্ট দখলবিরোধী অভিযানের বিরুদ্ধে দায়ের করা জরুরি আপিলও খারিজ করে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেছেন যে চান্দোলা হ্রদের আশেপাশে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উচ্ছেদের প্রক্রিয়া চলছে। কংগ্রেসের এজেন্ডা ছিল বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়া। কিন্তু তাদের এজেন্ডা ব্যর্থ হয়েছে।



  • Apr 29, 2025 15:54 IST

    Kolkata News Live Update:কীভাবে দেখবেন এবছরের মাধ্যমিকের ফল?

    আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ২ মে ২০২৫, শুক্রবার প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ৯:৪৫ টা থেকে পরীক্ষার্থীরা wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। এছাড়াও সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

    বিস্তারিত পড়ুন- WBBSE 10th Result 2025: কীভাবে দেখবেন এবছরের মাধ্যমিকের ফল? মার্কশিট মিলবে কবে? জানুন ঝটপট



  • Apr 29, 2025 15:53 IST

    Kolkata News Live Update:তৃণমূলকে বিঁধলেন দিলীপ

    আগামিকাল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে রাজ্যের সৈকতনগরী দিঘায় (Digha) রাজ্য সরকারের উদ্যোগে তৈরি সুবিশাল জগন্নাথ দেবের মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জগন্নাথ ধামের উদ্বোধন আগামিকাল। তার আগে এই মন্দির নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা BJP নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এই মন্দির তৈরির নেপথ্যে 'ভোট রাজনীতি'
     রয়েছে বলে তোপ দাগলেন প্রাক্তন বিজেপি সাংসদ। রাজ্যের শাসকদল মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে বলেও ফের একবার অভিযোগ এনেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। 

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'কার মনে কী আছে, ভগবান জগন্নাথ সব জানেন', তৃণমূলকে বিঁধলেন দিলীপ



  • Apr 29, 2025 14:54 IST

    Kolkata News Live Update:শুভেন্দুর সনাতনী সম্মেলনে অনুমতি

    ৩০ এপ্রিল কাঁথিতে শুভেন্দুর সনাতনী সম্মেলনে অনুমতি হাইকোর্টের। হাইকোর্ট জানিয়েছে ৩হাজার মানুষ নিয়ে এই সভা করা যাবে। যদিও আবেদনে জানানো হয় ৫০ হাজার মানুষকে নিয়ে অক্ষয় তৃতীয়ার দিনই কাঁথিতে সনাতনী সম্মেলনের আয়োজন করা হবে। এদিন হাইকোর্ট তার রায়ে সেই সংখ্যা কমিয়ে ৩ হাজার বেধে দিয়েছে।



  • Apr 29, 2025 10:53 IST

    Kolkata News Live Update: ভয়াবহ অগ্নিকাণ্ড!

    ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই বাগদা বাজারের কাপড়ের দোকান। স্থানীয় দোকানদারদের দাবি রাত সাড়ে নটা নাগাদ বাগদা বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। সেখান থেকেই পরপর চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে । কাপড়ের দোকান , মোবাইলের দোকান , সেলুন , একটি জুতোর দোকানে আগুন ছড়িয়ে পড়ে । প্রাথমিকভাবে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে বনগাঁ দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ।  এই বিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামানিক জানিয়েছেন, 'আগুনের খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম । চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে  শট  সার্কিট থেকে আগুন লেগেছিল। দোকানদারদের আগামীকাল আসতে বলেছি প্রশাসনিকভাবে কি সহযোগিতা করা যায় সেটা দেখা হচ্ছে ।



  • Apr 29, 2025 08:34 IST

    Kolkata News Live Update: আন্তর্জাতিক পর্যটনের গন্তব্যস্থল হয়ে উঠবে দীঘা: মমতা

    মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "আগামীকাল থেকে শুরু হবে বিশেষ যজ্ঞ অনুষ্ঠান  শুরু হবে। জগন্নাথ ধাম দিঘার পর্যটকের মুকুটে নয়া পালক জুড়তে চলেছে। একদিকে যেমন আধ্যাত্মিকতার জোয়ার বইবে তেমনই এই জগন্নাথ ধাম দীঘার পর্যটনকে উৎসাহিত করবে। দিঘা আন্তর্জাতিক পর্যটনের একটি গন্তব্যস্থল হয়ে উঠতে চলেছে। এটি আমাদের সকলের জন্য একটি আবেগঘন মুহূর্ত"। 



  • Apr 29, 2025 08:32 IST

    Kolkata News Live Update: ৩০ এপ্রিল 'প্রাণ প্রতিষ্ঠা'

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিঘায় পৌঁছেছেন, ৩০ এপ্রিল 'প্রাণ প্রতিষ্ঠা'র আগে আজ মঙ্গলবার একবিশাল যজ্ঞ (পবিত্র অনুষ্ঠান) আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যের সমস্ত ব্লকে এলইডি স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনটি সম্প্রচার করা হবে। ২৯ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যজ্ঞানুষ্ঠানে অংশ নেবেন পাশাপাশি তিনি এদিন পূর্ণাহুতি প্রদান করবেন। আগামীকাল ৩০ এপ্রিল 'প্রাণ প্রতিষ্ঠা'। 



  • Apr 29, 2025 08:32 IST

    Kolkata News Live Update: হুঙ্কার শুভেন্দুর

    সোশ্যাল মিডিয়ায় এক জোরালো বিবৃতিতে বিরোধী দলনেতা বলেন, "প্রতিশ্রুতি অনুসারে, ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে, আমরা মুর্শিদাবাদে জিহাদি হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণের কাজ শুরু করব। ওই দিন মন্দিরগুলিকে শুদ্ধিকরণ করা হবে। হিন্দু-বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে কোনও আর্থিক সাহায্য নেওয়া হবে না। সমস্ত খরচ হিন্দু সম্প্রদায় বহন করবে।" তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, দীঘায় জগন্নাথ মন্দির  উদ্বোধনী অনুষ্ঠানে অহিন্দুদের প্রবেশের অনুমতি দেওয়া হলে বিজেপি প্রকাশ্যে বিষয়টি উত্থাপন করবে।



  • Apr 29, 2025 08:30 IST

    Kolkata News Live Update: দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই রাজ্য-রাজনীতি উত্তপ্ত

    দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই রাজ্য-রাজনীতি উত্তপ্ত। বিজেপি মন্দির নির্মাণ ইস্যুতে মমতা সরকারকে রোজই নিশানা করছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন তিনি ওই দিন অর্থাৎ ৩০ এপ্রিলই মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি মন্দিরে বিশেষ পুজা অর্চনায় অংশ নেবেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন,  "আমরা ৩০শে এপ্রিল ক্ষতিগ্রস্ত মন্দিরটি মেরামত এবং বিশেষ পুজা অর্চনার আয়োজন করব। আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুবিরোধী - মুর্শিদাবাদ তার স্পষ্ট উদাহরণ,"। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৩০ এপ্রিল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে একটি সনাতনীর সমাবেশের ডাক দিয়েছেন।



CM Mamata banerjee Lord Jagannath Jagannath Temple Digha