কোচবিহারের দিনহটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মিলেছে বেশ কিছু আগ্নেয়াস্ত্রও। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করে এই গ্রেফতারির কথা জানিয়েছেন। এদিকে, তাঁর কনভয়ে এই হামলার ঘটনায় পুলিশকেই দুষেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। পুলিশকর্মীদের উপস্থিতিতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর কনভয়ে হামলা চালিয়েছে বলে দাবি অমিত শাহের ডেপুটির।
Advertisment
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের কনভয়ে হামলার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। দলীয় সাংসদের কনভয়ে এই হমলার পিছনে রাজ্যের শাসকদলকেই দায়ী করে দিকে-দিকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। উল্লেখ্য, শনিবার দিনহাটার বুড়িরহাটে এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় আটকে হামলার অভিযোগ ওঠে। প্রথমে নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি হাতাহাতি শুরু হয়।
পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী বোমাবাজি, গুলি চালানোর অভিযোগও ওঠে। একের পর এক বাইক ভাঙচুর করা হয়। ইটের ঘায়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভেঙে যায়।
তাঁর কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের শাসকদলকে দুষে নিশীথ প্রামাণিক বলেন, 'বাংলা এখন দুষ্কৃতীদের রাজত্ব হয়ে গিয়েছে। যে ভাবে দুষ্কৃতীরা হামলা করছে, তা কখনও স্বাভাবিক রাজনীতির পরিবেশ হতে পারে না। বাংলার মানুষ দেখুন, এখানে কী চলছে। তবে লড়াই থেকে আমরা সরব না। পুলিশ নিস্ক্রিয়। পুলিশ ও তৃণমূলের দুষ্কৃতীরা একযোগে এই হামলা চালিয়েছে।'