loan fraud:বাংলাদেশি পরিচয়ে চিকিৎসার নামে লাখ-লাখ টাকা ধার, নিয়েই উধাও, তারপর?

medical loan scam: ভারতে চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা ধার নেয় প্রতারকরা। তারপর হঠাৎই তারা উধাও হয়ে যায়। শেষমেশ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন প্রতারিত ব্যক্তি।

medical loan scam: ভারতে চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা ধার নেয় প্রতারকরা। তারপর হঠাৎই তারা উধাও হয়ে যায়। শেষমেশ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন প্রতারিত ব্যক্তি।

author-image
Utsab Mondal
আপডেট করা হয়েছে
New Update
Bongaon loan fraud medical identity,  borrowed ₹21 lakh disappeared Bongaon  ,impersonating Bangladeshi national Bongaon  ,two arrested Bongaon medical loan scam,  Bongaon fake identity loan case,বনগাঁ চিকিৎসা নামে ২১ লক্ষ টাকা ধার  ,বাংলাদেশি পরিচয়ে ঋণ নিয়ে উধাও বনগাঁ,  বনগাঁ গ্রেফতার দুইজন ঋণ প্রতারণা,  চিকিৎসা ছদ্মবেশে টাকা হাতানো বনগাঁ  ,বনগাঁ ঋণ প্রতারণা মামলা

medical loan scam: গ্রেফতারের পর নিয়ে যাওয়া হচ্ছে দুই অভিযুক্তকে।

Bongaon loan fraud medical identity:অভিনব কায়দায় ২১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করলো বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে কয়েকজন পরিচিতের নাম বলে চিকিৎসার জন্য টাকা ধার নিয়ে প্রতারণা করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। 

Advertisment

পুলিশ সূত্রে খবর, গত বছর নভেম্বর মাসের ২ তারিখে ‌পেট্রাপোল থানার পুরাতন বনগাঁ এলাকার বাসিন্দা অমিত হালদার বনগাঁ সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ জানান। তাঁর অভিযোগ ছিল, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে তার কয়েকজন পরিচিতের সুপারিশ নিয়ে তাকে চিকিৎসার জন্য টাকা ধার দিতে বলেন। 

ওই ব্যক্তি ফোনে জানিয়েছিলেন, তিনি ভারতে চিকিৎসা করাতে আসবেন তার জন্য টাকার প্রয়োজন এবং তাকে ধার দিতে অনুরোধ করেন। আশ্বাস দেন টাকা ফেরত দিয়ে দেবেন। অমিত হালদারের দাবি, তিনি ওই ব্যক্তিকে ২১ লক্ষ টাকা ধার দেন। পরবর্তী সময়ে টাকা না পেয়ে প্রতারিত হয়েছেন বুঝতে পারেন। এরপরেই তিনি বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'নিঃশব্দে বিপ্লব' অভিষেকের! কাজের খতিয়ানের বই প্রকাশ তৃণমূল সাংসদের

এদিকে, অমিত হালদারের কাছ থেকে এই অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে দেয় বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে দুই প্রতারককে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত দুই প্রতারক প্রাণতোষ বণিককে শিলিগুড়ি থেকে এবং বিকাশ তামাংকে দার্জিলিঙের মিরিক থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বুধবার ৬ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের হেফাজতে চেয়ে আবেদন পুলিশের। 

আরও পড়ুন- Dilip Ghosh: 'যেন মনে হচ্ছে এর আগে রথযাত্রা হয়নি', দিঘায় রাজ্যের 'বিরাট কার্যক্রম' নিয়ে তোপ দিলীপের

Bangladesh Bongaon fraud case