Dilip Ghosh: 'যেন মনে হচ্ছে এর আগে রথযাত্রা হয়নি', দিঘায় রাজ্যের 'বিরাট কার্যক্রম' নিয়ে তোপ দিলীপের

Digha Rath Yatra: জগন্নাথ দেবের মন্দির তৈরির পর এবারই প্রথম দিঘায় রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন রথযাত্রা উপলক্ষে বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দিঘায় পৌঁছে গিয়েছেন।

Digha Rath Yatra: জগন্নাথ দেবের মন্দির তৈরির পর এবারই প্রথম দিঘায় রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন রথযাত্রা উপলক্ষে বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দিঘায় পৌঁছে গিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Dilip Ghosh attacks Mamata Banerjee on SSC Recruitment Case Verdict

Dilip Ghosh-Mamata Banerjee: দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়।

Digha Rath Yatra criticism: জগন্নাথ দেবের মন্দির তৈরির পর এই প্রথম রাজ্যের সৈকতনগরী দিঘায় রথযাত্রা আয়োজিত হচ্ছে। সমুদ্র শহরে এই প্রথম রথযাত্রা উপলক্ষে বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের দ্বারোদঘাটনের দিন সস্ত্রীক উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এবার সেই দিলীপ ঘোষই দিঘার রথযাত্রা নিয়ে করলেন বিরূপ মন্তব্য। পাশাপাশি সদ্য সমাপ্ত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন থেকে শুরু করে চাকরিহারাদের নিয়েও মন্তব্য করেছেন BJP নেতা।

Advertisment

রাজ্য সরকার দিঘার রথযাত্রা নিয়ে 'বাড়াবাড়ি' করছে বলে মনে করেন নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, "দেখে মনে হচ্ছে যেন এর আগে কেউ রথযাত্রা দেখেনি। আর কোথাও যেন রথযাত্রা হয়নি। এদেশে ৬০০ বছর ধরে রথযাত্রা হয়ে আসছে। কিন্তু সরকারি টাকায় এই ধরনের উৎসব, কার্নিভাল আগে কখনও হয়নি। ওনার মনে হচ্ছে এটা করে হয়তো উনি ভোট পেয়ে যাবেন। তবে আমার কিন্তু সন্দেহ আছে।"

দিঘার রথযাত্রা নিয়ে রাজ্যকে তুলোধনা করার পাশাপাশি চাকরিহারাদের নিয়েও জোর সওয়াল করেছেন বিজেপি নেতা। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বলেছেন, "চাকরিহারারা রাস্তায় বসে রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলার পর্যন্ত সময় নেই। আগামী বছর স্কুলগুলো উঠে যাবে কিনা কেউ জানে না। '২৬-এর ভোটকে মাথায় রেখে উৎসব করা হচ্ছে।"

Advertisment

আরও পড়ুন- Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন কেমন আছেন? দিল্লি থেকে মিলল লেটেস্ট আপডেট

এরই পাশাপাশি সদ্য সমাপ্ত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন এবং ভোট গণনার দিন সেখানে বোমার আঘাতে বালিকার মৃত্যু নিয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ। কালীগঞ্জের ঘটনা নিয়ে রাজ্যের প্রশাসনকে দুষে দিলীপ ঘোষের মন্তব্য, "প্রশাসনের সব জায়গাটা চুরমার হয়ে গেছে। পুলিশ প্রশাসনের কোথাও উপস্থিত দেখা যায় না। বাংলা দুর্বৃত্তদের হাতে।"

আরও পড়ুন- Suvendu-Mamata: 'পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতো পরিস্থিতি', মমতাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শুভেন্দুর

dilip ghosh Digha Rath yatra CM Mamata banerjee