Local Train:উৎসবের মরশুম শুরুর মুখে বাম্পার খবর! বর্ধমান-কাটোয়া রুটে আরও ট্রেন

Local Train: দীর্ঘদিনের দাবি শেষমেষ পূরণ হওয়ার পথে। এর আগে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে বর্ধমান-কাটোয়া রুটে আরও লোকাল ট্রেন চালুর ব্যাপারে উদ্যোগ নিতে আবেদন জানানো হয়েছিল।

Local Train: দীর্ঘদিনের দাবি শেষমেষ পূরণ হওয়ার পথে। এর আগে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে বর্ধমান-কাটোয়া রুটে আরও লোকাল ট্রেন চালুর ব্যাপারে উদ্যোগ নিতে আবেদন জানানো হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
sukanta majumder  AC local Train

বর্ধমান-কাটোয়া রুটে আরও ট্রেন

উৎসবের মরশুমের শুরুতে বড়সড় সুখবর বর্ধমান-কাটোয়া রুটের রেলযাত্রীদের জন্য। এই রুটে নতুন দু'জোড়া লোকাল ট্রেন চালু হতে চলেছে। আগামী ২২ আগস্ট থেকে বর্ধমান-কাটোয়া রুটে চালু হয়ে যাচ্ছে এই দুটি লোকাল ট্রেন।

Advertisment

আরও পড়ুন- স্ত্রীকে খুন করে দিদির পায়ে মাথা ঠুকে প্রণাম, থানায় গিয়ে স্বীকারোক্তি! হুগলিতে বুক কাঁপানো হত্যাকাণ্ড

 দীর্ঘদিনের দাবি শেষমেষ পূরণ হওয়ার পথে। এর আগে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে বর্ধমান-কাটোয়া রুটে আরও লোকাল ট্রেন চালুর ব্যাপারে উদ্যোগ নিতে আবেদন জানানো হয়েছিল। সেই মতো দাফায় দফায় রেল মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন তৃণমূল সাংসদ। তারপর দুটি ট্রেন আগামী ২২ তারিখ থেকে পুরোদমে পরিষেবা দেওয়া শুরু করবে বলে তিনি জানিয়েছেন।

Advertisment

আরও পড়ুন-'সন্তানহারা বাবার এ লড়াই থামার নয়', তৃণমূল নেতা মামলা দায়ের করতেই পালটা হুঁশিয়ারি!

 জানা গেছে, কাটোয়া থেকে একটি ট্রেন দুপুর ১ টা ৫০ মিনিট ছেড়ে বর্ধমানে পৌছবে বিকেল ৩টে ১০ মিনিটে। আবার বর্ধমান থেকে ট্রেনটি বিকেল চারটে নাগাদ ছেড়ে কাটোয়ায় পৌঁছবে বিকেল ৫. ২০ মিনিটে।  এ কথা জানানোর সঙ্গে সঙ্গে সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন, এই দুটি নতুন লোকাল ট্রেন চালুর ফলে এই রুটের ট্রেনগুলিতে যে ভিড়ের সমস্যা ছিল তা অনেক কমবে।

kolkata local train Local Train Special Local Train