/indian-express-bangla/media/media_files/2025/08/20/cats-2025-08-20-18-26-55.jpg)
হুগলিতে বুক কাঁপানো হত্যাকাণ্ড
Hooghly Murder: নিজের স্ত্রী কে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন অশোক চট্টোপাধ্যায় নামে এক প্রাক্তন পুরকর্মী। হুগলি জেলার কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী তিনি। এদিন ঘটনাটি ঘটেছে কোন্নগর মাস্টার পাড়া এলাকায়।মৃতার নাম সবিতা চট্টোপাধ্যায় (৫৭)। পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। বর্তমানে তিনি কিছুই করতেন না। ধারদেনাও হয়ে গিয়েছিল প্রচুর।
আরও পড়ুন-SIR থেকে নজর ঘোরাতেই....! সংবিধান সংশোধনী বিল নিয়ে মোদী সরকারকে তুলোধোনা অভিষেকের
এদিন সকালে যা ঘটলো কোন্নগরে তা কোনো ওয়েব সিরিজের থ্রিলারের থেকে কম নয়। পুলিশ সূত্রে জানা গেছে বৃদ্ধ অশোক বাবু এদিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে যান। ওই এলাকাতেই তার বড়ো বোনের বাড়ি। সেখানে গিয়ে দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করে বিস্তারিত জানান। শুনেই শিউরে ওঠেন দিদি। ফোনে ত্রিবেণীতে অপর বোন কেও বিষয়টা জানিয়ে চলে যান থানায়। সেখানে গিয়ে পুলিশ অফিসারদের কাছে সমস্ত বিষয়টি বলে আত্মসমর্পণ করেন।
খবর শুনে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন- 'সন্তানহারা বাবার এ লড়াই থামার নয়', তৃণমূল নেতা মামলা দায়ের করতেই পালটা হুঁশিয়ারি!
এ বিষয়ে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, "খবর টা পেয়ে ভীষণ মর্মাহত তিনি। ওরা যথেষ্ট বড়ো পরিবার মাস্টার পাড়া এলাকার। দীর্ঘদিন ধরে চিনি। পুরসভা থেকে ভিআর এস নিয়ে নিয়েছিল। তবে বিভিন্ন কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকতো তবে তার জন্য অশোক যে এরকম মারাত্বক কান্ড ঘটাবে সেটা অকল্পনীয় ছিল আমাদের কাছে।"