/indian-express-bangla/media/media_files/rng45iKdVHjRVtbOHain.jpg)
ধর্মতলায় অনশন মঞ্চে জুনিয়র ডাক্তাররা।
Junior Doctor's Hunger Strike: জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন আরও জোরদার। শনিবার রাতে আরও দুই চিকিৎসক অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন। এই নিয়ে বর্তমানে ধর্মতলায় অনশনরত চিকিৎসকের সংখ্যা বেড়ে হল ৮। অন্যদিকে তাঁদের আন্দোলনকে সমর্থন জানাতে ফের একবার সাধারণ মানুষকে আবেদন জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই লক্ষ্যেই আগামিকাল অর্থাৎ রবিবার একাদশীর দিনে একবেলা অরন্ধন পালনের আহ্বান জানিয়েছেন তাঁরা। শুক্রবার ধর্মতলার অনশন মঞ্চ থেকেই সাধারণ মানুষের প্রতি এই আবেদন জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
১০ দফা দাবিতে গত শনিবার রাত থেকে ধর্মতলায় মঞ্চ বেঁধে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। অনশনকারী চিকিৎসকদের মধ্যে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, পুলস্ত আচার্য্য, পরিচয় পন্ডা এবং অলোলিকা ঘোড়ুই।
আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও ছিলেন অনশনে। গত বৃহস্পতিবার রাতে আচমকা তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তাঁকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
আরও পড়ুন- Kalyan Banerjee: মা দুর্গার সামনে আরতির সময় হাপুস নয়নে কান্না কল্যাণের, ঝড়ের বেগে ভাইরাল সেই ভিডিও
আরও পড়ুন- Durga Puja 2024: পদ্মচাষে গভীর সংকট, সন্ধিপুজোর জোগানে নাভিশ্বাস পুজো উদ্যোক্তাদের
এদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ফি দিন ধর্মতলায় জড়ো হচ্ছেন বহু সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে জুনিয়র ডাক্তারদের সমর্থনে পুজোর মধ্যেও চলছে বিক্ষোভ প্রদর্শন। দিন কয়েক আগেই ফের একবার জট কাটাতে আসরে নেমেছিল রাজ্য সরকার। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্য ভবনে মুখ্য সচিব বৈঠক করেছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে। তবে সেই বৈঠকও নিষ্ফলা।