Kolkata News: সূত্রের খবরে অতর্কিতে হানা, কলকাতার গেস্ট হাউস থেকে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২

2 people arrested with firearms from guest house in Kolkata: গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্রের খবরে চটজলদি অভিযানেই দুরন্ত সাফল্য।

2 people arrested with firearms from guest house in Kolkata: গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্রের খবরে চটজলদি অভিযানেই দুরন্ত সাফল্য।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kolkata news,arrested,stf,kolkata police,গ্রেফতার,কলকাতার খবর,এসটিএফ

খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তারি।

2 are arrested with firearms from guest house in Kolkata: আবারও খাস কলকাতায় গ্রেপ্তারি। এবার কলকাতার এজেসি বোস রোড এলাকার একটি গেস্ট হাউসে অতর্কিতে হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্স। আগ্নেয়াস্ত্র,গুলি-সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা দু'জনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisment

কিছুদিন আগেই শিয়ালদহ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। এবার কলকাতা শহরের আর এক প্রান্তে এজেসি বোস রোড এলাকার একটি গেস্ট হাউসে হানা দেয় STF। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই চলে এই অভিযান। সেখানেই একটি ঘরে ঘাপটি মেরেছিল দুই অপরাধী। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে সেই গেস্ট হাউসের ঘর থেকে দু'জনকে গ্রেপ্তার করেছে STF। ধৃতদের কাছ থেকে দুটি নাইন এএমএম পিস্তল, ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

কেন পিস্তল-বন্দুক নিয়ে কলকাতার ওই লজে উঠেছিল ধৃতরা? দফায়-দফায় জেরায় এসবই জানার চেষ্টা চালাচ্ছেন এফটিএফ-এর গোয়েন্দারা। ওই গেস্ট হাউস এবং তার আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: এক মাসেরও বেশি সময় হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

আরও পড়ুন- Serampore News: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার 'ডেলিভারি বয়', সতর্কবার্তা উদ্বিগ্ন কল্যাণের

উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতার কসবা এলাকায় এক তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা করে এক দুষ্কৃতী। বরাতজোরে প্রাণে রক্ষা পেয়েছিলেন কসবা এলাকার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই ঘটনার জেরেই কলকাতা শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছিল। কলকাতায় বাইরে থেকে অবাধে বেআইনি আগ্নেয়াস্ত্র ঢুকছে বলে অভিযোগ উঠেছিল। তারপর থেকেই বিভিন্ন সোর্সকে আরও বেশি অ্যাকটিভ করে পুলিশ। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই চলে অভিযান। তাতেই মিলল সফলতা।

আরও পড়ুন- West Bengal News Highlights: যোগ্য ও অযোগ্যদের আলাদা করা না গেলে গোটা প্যানেল বাতিল, সাফ জানাল সুপ্রিম কোর্ট

kolkata police STF Bangla News Bengali News Today Arrested news in west bengal news of west bengal