![RG Kar Case Hearing at supreme court: সুপ্করিম কোর্টে আরজি কর মামলার শুনানি](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2024/11/07/MKLVemBAE6Oexa1EsiYT.jpg)
News in West Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হয়ে গেল ভাঙড়ের কাছে হাতিশালায়। বুধবার দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসের উদ্বোধনে এসে স্থানীয় বিধায়ক শওকত মোল্লাকে সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেউ কোনওভাবে যাতে ইনফোসিসকে বিরক্ত করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে কড়া নির্দেশ দিয়েছেন পুলিশকেও।
এদিকে, রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে কমানো হোক পুজোর ছুটি, এমনই দাবি তুলেছেন শিক্ষকদের একাংশ। স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে পুজোর ছুটি কমানেরা দাবি করে ইতিমধ্যেই বেশ কিছু স্কুলের প্রধান প্রধান শিক্ষকরা রীতিমতো চিঠি লিখেছেন শিক্ষা দপ্তরে। মঙ্গলবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে গরমের ছুটি বাড়ানো হয়নি। পুজোর ছুটি রয়েছে ২৫ দিন।
অন্যদিকে, আগামী সপ্তাহেই বড়দিন। প্রতিবছর কলকাতার পার্ক স্ট্রিট এই বড়দিন উপলক্ষে রঙিন আলোয় সেজে ওঠে। শহরের বিভিন্ন প্রান্তে নজরকাড়া সব আলোজসজ্জার বন্দোবস্ত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা। ১৯ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে শুরু করে ২ জানুয়ারি পর্যন্ত এই কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল চলবে।
-
Dec 19, 2024 18:42 ISTWest Bengal News Live: 'আম্বেদকরকে নিয়ে মন্তব্যে আমি স্তম্ভিত!', ফের শাহকে আক্রমণ মমতার
‘‘প্রতিটি সম্প্রদায়েরই আলাদা গুরুত্ব রয়েছে। সকলকেই প্রয়োজন। বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা শুনে আমি স্তম্ভিত!’’ বড়দিনের অনুষ্ঠানের সূচনায় এসে ফের একবার অমিত শাহকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
-
Dec 19, 2024 17:36 ISTWest Bengal News Live: উপাচার্য নিয়োগে দেরি নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে দেরি হওয়া নিয়ে ফের সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ৩৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছেন। কিন্তু রাজ্যপাল মাত্র ১৪টিতে নিয়োগ করেছেন। এখনও ২২টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ বাকি। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে এসে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী।
-
Dec 19, 2024 16:01 ISTWest Bengal News Live:পুরো প্যানেল বাতিল হতে পারে
রাজ্যের প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে। স্কুল সার্ভিস কমিশন বা SSC-র আইনজীবী মামলার শুনানিতে জানিয়েছেন, যোগ্য ও অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করা সম্ভব। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করে বলেন, "অযোগ্যদের খুঁজে বের না করেই সুপারনিউমেরারি পোস্ট তৈরি করলেন। অযোগ্যরা যাতে বাদ না যায় সেই চেষ্টাই করেছিলেন?" সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যোগ্য ও অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করা না গেলে পুরো প্যানেল বাতিল করা হবে।
-
Dec 19, 2024 15:29 ISTWest Bengal News Live: বেনজির মন্তব্য প্রধান বিচারপতির
SSC Recruitment Verdict: একসঙ্গে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল বলে রায়দান করেছিল কলকাতা হাইকোর্ট। শেষ পর্যন্ত মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। মামলার শুনানি এবার সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতির পর্যবেক্ষণ জোর চর্চায়। তাঁর কথায়, "ডাল মে কালা ইয়া সব কুছ হি কালা।"
বিস্তারিত পড়ুন- SSC Recruitment Verdict: 'ডাল মে কালা ইয়া সব কুছ হি কালা!', চাকরি বাতিল মামলায় বেনজির মন্তব্য প্রধান বিচারপতির -
Dec 19, 2024 14:41 ISTWest Bengal News Live:বাঘের আতঙ্ক
মৈপিট কোস্টাল থানার ভুবনেশ্বরী পঞ্চায়েতের মধ্য গুড়গুড়িয়া গ্রামে বাঘের আতঙ্ক। মাকড়ি নদীর পার হয়ে লোকালয়ে বাঘ। বুধবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজনের সামনে পড়ে বাঘ। তাদের চিৎকারে এলাকার লোকজন লাঠি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তার পাশে জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। বনদপ্তরকে খবর দেওয়া হয়। পটকা ফাটিয়ে বাঘকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে।
-
Dec 19, 2024 14:16 ISTWest Bengal News Live:কেন অতিরিক্ত শূন্যপদ: সুপ্রিম কোর্ট
"অতিরিক্ত শূন্যপদ তৈরি করলেন কেন?" প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় রাজ্যের আইনজীবীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। তিনি বলেন, " অতিরিক্ত শূন্যপদ যখন তৈরি করলেন তখন এটাই ভাবলেন যেন অযোগ্যদের চাকরি না যায়"।
-
Dec 19, 2024 12:54 ISTWest Bengal News Live:ফের বাঘের আক্রমণে মৃত্যু
সুন্দরবনের মৈপিঠ থানার দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকার বর্ণধর মণ্ডল চার সঙ্গীকে নিয়ে জঙ্গলে কাঁকড়া ধরার উদ্দেশ্যে গিয়েছিলেন। আজ সকালে বৈঠাভাঙ্গীর জঙ্গলে যান তাঁরা। কাঁকড়া ধরতে নামার সঙ্গে সঙ্গে বাঘ বর্ণধরের উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা চেষ্টা করলেও ছাড়াতে পারেননি। বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে ওই যুবকের।
-
Dec 19, 2024 12:49 ISTWest Bengal News Live:২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি
সুপ্রিম কোর্টে রাজ্যের প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলার শুনানি চলছে। প্রধান বিচারপতি বলেন, "অনেক কিছু গোপন করা হয়েছে। একটা জিনিস পরিষ্কার হয়েছে যে আসল এবং স্ক্যান করা ওএমআর শিট একই নয়।" এছাড়াও অযোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করে চিহ্নিত করতে মেটা তথ্য খুঁজে বার করতে হবে বলেও এদিন শুনানিতে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
-
Dec 19, 2024 12:35 ISTWest Bengal News Live:আন্দোলনে নামছে বাংলা পক্ষ
একেই বাংলাদেশ (Bangladesh) ইস্যুতে সরগরম এই বাংলা। একদিকে লাগাতার হিন্দু নির্যাতন, তার ওপর হিংসাত্মক ঘটনা বেড়েই চলেছে ওপার বাংলায়। এরই পাশাপাশি এই বাংলায় বাংলা ভাষায় পরিষেবা পাওয়া নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। "বেশি বাংলা বাংলা করবেন না, বাংলাদেশ হয়ে যাবে।" অভিযোগ, এভাবেই নাকি এক যাত্রীকে কটাক্ষ করেছেন মেট্রোর টিকিট কাউন্টারের এক কর্মী। অভিষেক কুমার আনন্দের বিরুদ্ধে অভিযোগ করেছেন হুগলির ধনেখালির বাসিন্দা রামেশ্বর হালদার। যদিও মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, তাঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন। তাতে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ। এদিকে রামেশ্বর পুরো ঘটনা জানিয়ে হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ করেছেন। বাংলা পক্ষের কাছেও বিষয়টি নিয়ে আবেদন করেছেন। শীঘ্রই বাংলা পক্ষ এই ইস্যু নিয়ে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিতে চলেছে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: 'বাংলা বাংলা করলে বাংলাদেশ হয়ে যাবে,' মেট্রোকর্মীর বিরুদ্ধে থানায় নালিশ, আন্দোলনে বাংলা পক্ষ
-
Dec 19, 2024 12:04 ISTWest Bengal News Live:গোয়ার মজা এবার চেটেপুটে নিন দিঘায়
পর্যটকদের সুবিধার্থে এবার ওল্ড দিঘার বিশ্ব বাংলার গেটের বিপরীতে "গো গ্রিন দিঘা" থেকে চালু নতুন পরিষেবা। "ই বাইক রেন্টাল" পরিষেবা মিলছে। দেশের অন্যতম সৈকত-শহর গোয়ায় এই পরিষেবা দারুণ জনপ্রিয়। তবে দিঘায় এটা ছিল না। এবার পর্যটকদের স্বার্থে রাজ্যের সমুদ্রনগরীতেও বড়দিন ও ইংরেজি নববর্ষের আগেই এই ব্যবস্থা চালু।
বিস্তারিত পড়ুন- Digha: গোয়ার দুরন্ত মজা এবার দিঘাতেও, বাম্পার প্রয়াসে ফাটাফাটি আনন্দে মাতুন বাংলার সৈকতনগরীতে
-
Dec 19, 2024 11:38 ISTWest Bengal News Live:হাইকোর্টে মামলা আরজি করের নির্যাতিতার পরিবারের
কলকাতা হাইকোর্টে নতুন মামলা আরজি করের নির্যাতিতার পরিবারের। যে তদন্ত প্রক্রিয়া চলছে, তাতে তাঁরা খুশি নন জানিয়ে নতুন মামলা দায়েরের আবেদন আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের। "অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা অনেক বিষয় গ্রাহ্যের মধ্যেই আনেনি। আরও কমপক্ষে ১৪-১৫টি বিষয় তদন্তের মধ্যে আনা উচিত ছিল। আদালত নতুন করে তদন্তের নির্দেশ দিক।" এমনই চাইছেন আরজি করের নির্যাতিতার পরিবার।
-
Dec 19, 2024 11:24 ISTWest Bengal News Live:যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব
সুপ্রিম কোর্টে চলছে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলার শুনানি। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার শুনানি শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট এর আগের সপ্তাহে মামলার শুনানিতে জানতে চেয়েছিল ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করে তারপর এ ব্যাপারে নির্দেশ দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানাল, যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করা সম্ভব হবে।
-
Dec 19, 2024 11:14 ISTWest Bengal News Live:ফের উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা
বাংলায় ফের উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। এবার এক গাঁজা কারবারি মহিলার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। সেই সঙ্গে প্রচুর পরিমাণে গাঁজাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারি শহরের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। তারপরেই ওই বাড়ি থেকে গাঁজা ও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।
বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: গোপন সূত্রে খবরে অতর্কিতে হানা পুলিশের, ফের উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা
-
Dec 19, 2024 10:54 ISTWest Bengal News Live:বাংলাদেশ নিয়ে কী বললেন নওশাদ?
অশান্তির স্রোত বাংলাদেশে। দিকে দিকে হিন্দু মহল্লায় বেছে বেছে চলছে আক্রমণ। ওপার বাংলার অস্থির পরিস্থিতির আঁচ ছড়িয়েছে এপার বাংলাতেও। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সুর চড়াচ্ছেন একাধিক দলের নেতা। এই আবহে এবার দেশপ্রেমিক হওয়ার বার্তা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর।
-
Dec 19, 2024 09:56 ISTWest Bengal News Live:ষষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য
ষষ্ঠ অর্থ কমিশন (Sixth Pay Commission) গঠন করল রাজ্য সরকার। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চেয়ারম্যান করে ষষ্ঠ অর্থ কমিশন তৈরি করেছে নবান্ন। রাজ্যের পঞ্চায়েতগুলির আর্থিক ও পরিকাঠামগত উন্নয়নে বিভিন্ন কাজে সরকারি টাকা কীভাবে কাজে লাগানো হবে তার পরিকল্পনা করবে এই কমিশন।
বিস্তারিত পড়ুন- Sixth Finance Commission: ষষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য, পঞ্চায়েতের মানোন্নয়নে নজর -
Dec 19, 2024 09:26 ISTWest Bengal News Live: আবারও IMA-র রাজ্য সম্পাদক নির্বাচিত শান্তনু
আবারও IMA-র রাজ্য সম্পাদক পদে নির্বাচিত হলেন শান্তনু সেন। প্রথমে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার কথা বললেও পরে তিনি ভোট ময়দানে নামেন। বিভিন্ন জায়গা থেকে অনুরোধের জন্যই তিনি বাধ্য হয়ে ভোটে লড়েছিলেন বলে জানিয়েছিলেন শান্তনু সেন।
-
Dec 19, 2024 09:10 ISTWest Bengal News Live: কলকাতা ক্রিস্টমাস ফেস্টিভ্যালের সূচনায় মুখ্যমন্ত্রী
কলকাতার পার্ক স্ট্রিটে বৃহস্পতিবার সন্ধ্যেয় ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করবেন বড়দিন উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। আজ অর্থাৎ ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২ জানুয়ারি পর্যন্ত পার্ক স্ট্রিটে চলবে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল।
-
Dec 19, 2024 08:37 ISTWest Bengal News Live: কাল থেকেই বৃষ্টি কোন কোন জেলায়?
পূর্বাভাস ছিলই, সেই মতোই আবহাওয়ার বদলও শুরু। তাপমাত্রা বাড়তে শুরু করেছে গতকাল থেকেই। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় আংশিক মেঘলা আকাশ। জমাটি শীতের আমেজে বেশ খানিকটা ধাক্কা। বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের জেরে ফের একবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হতে পারে বৃষ্টি।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather: হঠাৎ গায়েব ঠান্ডার দাপট, বঙ্গোপসাগরে নিম্নচাপ, কাল থেকেই বৃষ্টি কোন কোন জেলায়?
-
Dec 19, 2024 08:35 ISTWest Bengal News Live: ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি
সুপ্রিম কোর্টের আজ প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। এর আগে মামলাটি শুনেছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ। ডিওয়াই চন্দ্রচূড় হাইকোর্টের চাকরি বাতিল নির্দেশ স্থগিতাদেশ দিয়েছিলেন। গত সপ্তাহের বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে মামলা উঠে। ওই দিন বিচারপতি বলেছিলেন, গোটা প্যানেল নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের চাকরি বাতিল হবে, তা নিয়ে শুনানি হবে। আজ সুপ্রিম কোর্ট কী জানায় সেদিকেই নজর রয়েছে।