Mandarmani Sea Beach:মন্দারমনিতে মর্মান্তিক কাণ্ড। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সমুদ্রে স্নানে নেমে ডুবে মৃত্যু হয়েছে দুই পর্যটকের। উত্তাল সমুদ্রে স্নানের সময় তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে দুই পর্যটকের। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও এক পর্যটক।
জানা গিয়েছে, মৃত দুই পর্যটকই বর্ধমানের বাসিন্দা। তাঁরা গতকাল মন্দারমনিতে বেড়াতে গিয়েছিলেন। যদিও মৃত দুই পর্যটকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। মন্দারমনি কোস্টাল থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সমুদ্রে স্নানের সময় আচমকাই তলিয়ে যান তিন পর্যটক। যদিও সঙ্গে সঙ্গেই সমুদ্র পাড়ে থাকা নুলিয়ারা তাঁদের উদ্ধারের সবরকমের চেষ্টা শুরু করেন। বেশ কিছু সময় খোঁজ চালিয়ে দুই পর্যটককে উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই তাঁদের নিয়ে যাওয়া হয় বড়রংকুয়া হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে সমুদ্রে এখনও নিখোঁজ রয়েছেন আরও এক পর্যটক। তাঁর খোঁজে এখনও তল্লাশি জারি রয়েছে। নুলিয়ারা সমুদ্রের বিভিন্ন দিকে ওই পর্যটকের খোঁজ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন- মাঝরাতে ভয়ঙ্কর শব্দ, বিস্ফোরণে কাঁপল এলাকা, যুবকের ‘কীর্তি’ জানলে ভিরমি খাবেন
পূর্ব মেদিনীপুরের মন্দারমনি, দিঘা, তাজপুর-সহ একাধিক সমুদ্রতটে বর্ষার মরশুমে পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে বর্ষার ঠিক এই সময়টায় সমুদ্র থাকে উত্তাল। সেই কারণে পর্যটকদেরও সমুদ্রস্থানের ক্ষেত্রে বাড়তি সর্তকতা নিতে অনুরোধ করতে শোনা যায় প্রশাসনের কর্মীদের। সমুদ্র সৈকতগুলোতে নুলিয়ারাও থাকেন।
আরও পড়ুন- Martyrs Day: একুশে তৃণমূলের শহিদ সভার তোড়জোড় তুঙ্গে, মেগা রবিবারে থাকতে চলেছে বড় চমক
এক্ষেত্রে মন্দারমনি সমুদ্রতটে নুলিয়ারাই তলিয়ে যাওয়া পর্যটকদের উদ্ধারের চেষ্টা চালিয়েছেন। তবে শেষ রক্ষা হয়নি। দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এক পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে মন্দারমনিতে থাকা বাকি পর্যটকদের মধ্যে রীতিমতো সমুদ্র স্নান নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।