Advertisment

২০১৪ টেট দুর্নীতি মামলা: সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা রাজ্যের

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের।

author-image
IE Bangla Web Desk
New Update
2014 TET scam supreme court sent case back to Calcutta High Court

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যের।

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের। ২০১৪ সালের টেট দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় ধাক্কা রাজ্যের। 'যা বলার ওখানে বলুন', রাজ্যকে সাফ জানাল সর্বোচ্চ আদালত। মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট।

Advertisment

২০১৪-র টেটে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে। টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। অভিযোগ, মেধাতালিকায় অনেক পিছনে থাকা সত্ত্বেও পরে তাঁদেরই নিয়োগ দেওয়া হয়। 'অবৈধ' ওই নিয়োগ পেয়ে বহু প্রার্থী এখনও বহাল তবিয়তে চাকরি করছেন বলেও অভিযোগ করা হয়। অথচ তাঁদের চেয়ে অনেক বেশি নম্বর পেলেও চাকরি মেলেনি বহু প্রার্থীর। সব মিলিয়ে ২০১৪-এর টেট নিয়ে ভুরিভুরি অভিযোগ ওঠে।

আরও পড়ুন- ফের পাথর পড়ল বন্দে ভারতে, ক্ষতিগ্রস্ত ট্রেনের জানলা

কলকাতা হাইকোর্টে ওই জনস্বার্থ মামলাটি দায়ের হয়। সেই মামলার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী তাঁর সওয়ালে জানান, ৮ বছর পর এবিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টকেই এব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে আবেদন জানায় রাজ্য।

আরও পড়ুন- বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার, ফের মুখ খুললেন কুণাল ঘোষ!

৮ বছর পর জনস্বার্থ মামলা কেন? তা নিয়ে প্রশ্ন তুলেই শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করে রাজ্য সরকার। যদিও এদিন রাজ্যের আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। এব্যাপারে যা বলার তা কলকাতা হাইকোর্টে বলতেই নির্দেশ দেন বিচারপতিরা। অর্থাৎ, ২০১৪ টেট দুর্নীতি নিয়ে মামলা ফের কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত।

TET highcourt West Bengal supreme court
Advertisment