scorecardresearch

কেমন কাটল ২০২২? বছর শেষে নিজেই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ক্রীড়াক্ষেত্রে নিজের নতুন ভূমিকাকেও বার্তায় তুলে ধরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Abhishek_Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

বছরের শেষ দিনে এসে ফেলে আসা বছরকে ফিরে দেখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই তুলে ধরলেন তাঁর বছরভরের অভিজ্ঞতা। অভিষেক লিখেছেন, ‘২০২২ সাল আমাকে প্রচুর শিখিয়েছে। আমার জীবনের ব্যক্তিগত বৃদ্ধি ঘটিয়েছে। আমি মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে বছর শুরু করেছি। যিনি আমাকে সারা বছর নেতিবাচকতার সঙ্গে লড়াই করার শক্তি দিয়েছিলেন।’

দল তাঁকে নতুন দায়িত্ব দিয়েছে। সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিষেক। বার্তায় তিনি বলেছেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে, আমি সারা দেশে আমাদের পদচিহ্ন প্রসারিত করাকে লক্ষ্য বানিয়েছিলাম। আমরা একটি শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছি। যারা এদেশে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছে। আমি আমার বিরোধীদের কাছ থেকে লাগামহীন হয়রানি এবং নিশানার মুখোমুখি হয়েছি। যাইহোক, আমার মা-মাটি-মানুষের আশীর্বাদ আমাকে অধ্যবসায় করার শক্তি দিয়েছে। আমি মনে করি এটি আমার জন্য একটি দুর্দান্ত শিক্ষা হয়েছে যে আপনার পথে যত আক্রমণই আসুক না কেন, সততা আপনাকে মাথা উঁচু করে বিজয়ী হতে সাহায্য করবে।’

আরও পড়ুন- টিপু সুলতানের প্রশংসাকারী, না রামমন্দির নির্মাণকারী মোদীকে বাছবেন, সরাসরি প্রশ্ন শাহর

শুধু রাজনীতির আঙিনাতেই থাকেননি। ২০২২ সালেই বিশেষভাবে ক্রীড়াক্ষেত্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছরটি ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, ফুটবলের গৌরবময় খেলা উদযাপনের জন্য কল্পনা করা একটি ক্লাব। প্রিমিয়ার বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমার দল নিয়ে আমার গর্বের সীমা নেই।অবশেষে, এই বছরটি আমাকে এক নতুন দৃষ্টিভঙ্গিও দিয়েছে। এটি আমাকে আশা দিয়েছে যে সঠিক অভিপ্রায় এবং চেতনার সঙ্গে থাকলে কালো মেঘের মধ্যেও একটি রূপালি আস্তরণ পাওয়া যেতে পারে। আমি নিশ্চিত যে এই বছরের পাঠ আগামী দিনে একটি পথপ্রদর্শক শক্তি হবে। আমার প্রতি অটল বিশ্বাসের জন্য আমি আমার সমস্ত অনুগামী ও সমর্থকদের ধন্যবাদ জানাই।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: 2022 has been one of immense learning and personal growth for me abhishek benerjee