/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/09/primary-tet-1.jpg)
প্রকাশিত টেটের ফল।
নিয়োগ দুর্নীতির উপর্যুপরি অভিযোগের মধ্যেই এবার প্রকাশিত হল টেটের ফল। এই প্রথম নজিরবিহীনভাবে সাংবাদিক বৈঠক করে টেটের ফল প্রকাশ করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২-এর টেটের ২ মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ হল। টেটে প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ। এক থেকে দশের মধ্যে রয়েছেন মোট ১৭৭ জন চাকরিপ্রার্থী।
নজিরবিহীন! এই প্রথম সাংবাদিক বৈঠক করে ২০২২ সালের টেটের ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন বেলা ১টায় টেটের ফল প্রকাশের পরে বেলা ৩টে থেকে ওয়েবসাইটে ফল। টেটের ফল দেখতে লগন ইন করতে পারেন, https://www.wbbpe.org/। মোট ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন- গ্রুপ ‘ডি’ মামলায় মরার ওপর খাঁড়ার ঘা! চাকরি গেল ১৯১১ জনের, হতে পারেন গ্রেফতারও
টেটে প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ। দ্বিতীয় স্থানে রয়েছেন চারজন। এভাবে প্রথম থেকে ১০-এর মধ্যে মোট ১৭৭ জন চাকরিপ্রার্থী রয়েছেন। উল্লেখ্য, ২০২২-এর ১১ ডিসেম্বর প্রাথমিকে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল।
গ্রুপ ডি পদে বেনিয়ম করে চাকরি পাওয়া ১৯১১ জনের চাকরি বাতিলের দিনেই হল টেটের ফল প্রকাশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এদিনই রাজ্যের বিভিন্ন স্কুলে বেনিয়ম করে গ্রুপ ডি পদে চাকরি পাওয়া মোট ১৯১১ জনের চাকরি বাতিল করে দেয় এসএসসি। ১৯১১ জনের বদলে যোগ্য প্রার্থীদের নিয়োগের সবরকম প্রক্রিয়াও শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো পদক্ষেপ শুরু করেছে এসএসসি। ঠিক এই আবহেই আজ প্রকাশিত হল প্রাইমারি টেটের ফল।