Advertisment

Hindu Monk's Arrest & Violence In Bangladesh: চিন্ময় প্রভুর গ্রেফতারি, বিশ্বজুড়ে প্রতিবাদের মধ্যেই বাংলাদেশে আটক আরও ২ হিন্দু সন্ন্যাসী

Hindu Monk's Arrest & Violence In Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা অব্যাহত। বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের পাশে থাকার বার্তা নিয়ে আজ রবিবার পথে নামছে ইসকন।

author-image
IE Bangla Web Desk
New Update
2nd Hindu Priest Arrested In Bangladesh

চিন্ময় প্রভুর গ্রেফতারি, বিশ্বজুড়ে প্রতিবাদের মধ্যেই বাংলাদেশে আটক আরও ২ হিন্দু সন্ন্যাসী

Hindu Monk's Arrest & Violence In Bangladesh: বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এর পাশাপাশি আরও দুই সন্ন্যাসী এবং চিন্ময় দাসের সেক্রেটারিকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisment

হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এই অবস্থায়, হিন্দুদের নিরাপত্তার দাবিতে ইসকন আজ রবিবার বিশ্বজুড়ে প্রার্থনাসভার আয়োজন করেছে। ইসকন মুখপাত্র রাধারমণ দাস এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছেন। ইসকনের বক্তব্য অনুযায়ী, ১৫০টিরও বেশি দেশের লক্ষ লক্ষ ভক্ত এই সভায় যোগদান করবেন।

আলিপুর চিড়িয়াখানায় উলটপুরাণ, খাঁচা বন্দী মানুষ, প্রকৃতির কোলে খেলছে হরেক প্রজাতির পাখি

এদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ এবং বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসকে গ্রেফতারি বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে, রুদ্রপ্রতিম কেশব দাস  এবং রঙ্গনাথ শ্যামা সুন্দর দাস নামে দুই হিন্দু পুরোহিতকেও গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে যখন তারা জেলবন্দী চিন্ময় দাসের কাছে খাবার এবং ওষুধ পৌঁছে দিতে গিয়েছিলেন। তখনই তাদের আটক করা হয়।  ইসকনের পক্ষ থেকে রাধারমণ দাস এই ঘটনা নিশ্চিত করেছেন।

Advertisment

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর দমন-পীড়ন অব্যাহত রয়েছে। ২০০টিরও বেশি মন্দিরে ভাংচুর চালানো হয়েছে এবং ইসকনের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ইসকনের উপর নিষেধাজ্ঞার দাবিতে হাইকোর্টে মামলা করা হলেও, আদালত বিশ্বব্যাপী ইসকনকে নিষিদ্ধ করতে অস্বীকার করেছে।

 

Bangladesh Violence
Advertisment